ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লোকসভায় বেড়েছে মুসলিম এমপি

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৬:৩৮ অপরাহ্ণ, মে ২৬, ২০১৯

আগের পার্লামেন্ট থেকে এবার ভারতের লোকসভায় মুসলিম এমপির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালের লোকসভায় মুসলিম এমপির সংখ্যা ছিল ২৩। এদের মধ্যে বেশির ভাগ ছিলেন কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের। এবার সে সংখ্যায় যোগ হয়েছে আরও চারজন। তাই বর্তমান মুসলিম এমপি সংখ্যার দাঁড়িয়েছে ২৭ জনে।

তাদের সংখ্যা ছিল ৪৯। এবারে লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি ৩০৩ টি আসনে বিজয়ী হলেও তার মধ্যে একজনও মুসলিম এমপি নেই। তবে তাদের মিত্র লোক জনশক্তি পার্টি তাদের একজন মুসলিম প্রার্থীর জয় নিশ্চিত করতে পেরেছে। তিনি হলেন বিহারের খাগারিয়া আসনের মেহবুব আলী কায়সার। বিজেপি জম্মু ও কাশ্মীরে তিনজন, পশ্চিমবঙ্গে দুজন এবং লক্ষদ্বীপে একজন প্রার্থী দিয়েছিল এবার। সবমিলিয়ে তাদের এই ৬ জন প্রার্থীই পরাজিত হয়েছেন।

অন্যদিকে উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক মুসলিম জনগোষ্ঠী আছে। এবার এ দুটি রাজ্যে ৬ জন করে মুসলিম এমপি নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালে উত্তরপ্রদেশে কোনো মুসলিম প্রার্থী বিজয়ী হননি। এবার পশ্চিমবঙ্গে যে ৬ জন মুসলিম এমপি নির্বাচিত হয়েছেন তার মধ্যে ৫ জন তৃণমূল কংগ্রেসের এবং একজন কংগ্রেসের।

 
Electronic Paper