ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাশিয়ার সঙ্গে মিলে এস-৫০০ তৈরি করব এরদোয়ান  

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৩:২৩ অপরাহ্ণ, মে ২০, ২০১৯

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ডিফেন্স সিস্টেম ক্রয়ের বিষয়টিকে সম্পন্ন হয়ে যাওয়া চুক্তি বলে উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

শনিবার ইস্তাম্বুলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি, অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, আঙ্কারা মস্কোর সঙ্গে যৌথভাবে এস-৫০০ ডিফেন্স সিস্টেম উৎপাদন করবে।

তুরস্কের এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার পরিকল্পনাকে গভীরভাবে সমস্যাপূর্ণ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এই পরিকল্পনা জয়েন্ট স্ট্রাইক ফাইটার এফ-৩৫ কর্মসূচিতে আঙ্কারার অংশীদারত্বকে ঝুঁকিতে ফেলবে বলে জানিয়েছেন তারা।

 
Electronic Paper