ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অস্ট্রেলিয়ায় নির্বাচনে চমক

দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন স্কট মরিসন

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৩:১০ অপরাহ্ণ, মে ২০, ২০১৯

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে সবাইকে চমকে দিয়ে আবারও জয় পেয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন। এর আগে বুথফেরত জরিপসহ অন্যান্য জরিপে বিরোধী দল লেবার পার্টির জয়ের আভাস মিলেছিল। তবে সেই ধারণা ভেঙে নির্বাচনে জিতে সবাইকে চমকে দিয়েছেন মরিসন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

দেশটির ১৫১টি নির্বাচনী আসনে ভোটগ্রহণ করা হয়, যার মধ্যে সরকার গঠন করতে ৭৬টি আসনে জয় প্রয়োজন হয় একটি দলের। তবে এখনো পর্যন্ত ৭৪টি আসনে জয়লাভ করেই নতুন সরকার গঠন নিশ্চিত করেছে লিবারেল ও ন্যাশনাল পার্টির জোট দল। অন্যদিকে লড়াইয়ে থাকা বিরোধী লেবার পার্টি পেয়েছে ৬৫ আসন।

অস্ট্রেলিয়ার ৪৬তম জাতীয় নির্বাচনে তুমুল লড়াইয়ের শুরু থেকেই এগিয়ে ছিল ক্ষমতাসীন লিবারেল পার্টি। নির্বাচনে জয়ের পর স্কট মরিসন বলেন, তিনি সবসময়ই অলৌকিক কিছুতে বিশ্বাস করেন। পুনরায় তার জোটকে নির্বাচিত করায় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। আর বিরোধীদলীয় নেতা বিল শর্টেন হার মেনে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর আগে বুথফেরত জরিপে লেবার পার্টিরই জয়ের আভাস পাওয়া গিয়েছিল। এবারের নির্বাচনে ১ কোটি ৬৪ লাখ ভোটার অংশ নেন।

 
Electronic Paper