ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বুথফেরত জরিপে আভাস

৩০০ আসন নিয়ে ফের মোদি

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৫৬ অপরাহ্ণ, মে ১৯, ২০১৯

বিক্ষিপ্ত সহিংসতার মধ্য দিয়ে গতকাল ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন অপেক্ষা ফলের। আগামী ২৩ মে জানা যাবে দিল্লির মসনদে পরের পাঁচ বছরের জন্য কে বসতে যাচ্ছেন। তবে ভোট গ্রহণ শেষে পাঁচটি সংস্থা তাদের বুথফেরত জরিপের ফল দিয়েছে। এতে গতবারের মতো নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি জোটের ভূমিধস বিজয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাওয়ার আভাস দেওয়া হয়েছে।

রিপাবলিক সি-ভোটার, টাইমস নাও-ভিএমআর নিউজ নেশনের প্রকাশিত জরিপে আভাস দেওয়া হয়েছে, প্রায় তিনশ’র কাছাকাছি আসন নিয়ে আবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে এবিপি নিয়েলসন জানিয়েছে এ জোটটি পেতে পারে ২৬৭ আসন। বুথ ফেরত জরিপের ফলকে গড় করে এনডিটিভি বলছে, ২৩ তারিখ ঘোষিত ফলে ২৯৮টি আসন পেতে যাচ্ছে বিজেপি জোট।

বুথফেরত জরিপ আভাস দিলেও এ অনুমান যে সব সময় ঠিক হয়, তা নয়। ২০১৪ সালের জরিপের অনুমান ঠিক হলেও ২০০৯ সালের নির্বাচনে সঠিক অনুমান দাঁড় করাতে ব্যর্থ হয়েছিল জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো।

রিপাবলিক সি-ভোটারের অনুমান, লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ২৮৭টি আসন পেতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স-এনডিএ। একই রকম ফল এসেছে টাইমস নাও-ভিএমআরের জরিপেও। তারা বলছে, ৩০৬ শতাধিক আসন নিয়ে বিজয়ী হতে যাচ্ছে বিজেপি। এবিপি নিয়েলসন জানিয়েছে ক্ষমতাসীন জোট পেতে পারে ২৬৭ আসন। আর নিউজ নেশনসের জরিপ বলছে এ জোট পেতে পারে ২৭০-২৮০টি আসন।

রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইউপিএ জোট গতবারের চেয়ে বেশি আসন পেলেও ম্যাজিক ফিগার ২৭২ থেকে অনেক পিছিয়ে আছে তারা। রিপাবলিক সি-ভোটারের জরিপে ১২৮, টাইমস নাও-ভিএমআরের জরিপে ১৩২, নিউজ নেশনসের জরিপে ১১৮-১২৬ আর এবিপি নিয়েলসন জরিপে ১২৭টি আসন পেতে পারে কংগ্রেস জোট।

জরিপকারী সংস্থাগুলো তৃতীয় ফ্রন্ট সম্পর্কেও হতাশাজনক আভাস দিচ্ছে। রিপাবলিক সি-ভোটারের জরিপে ১২৭, টাইমস নাও-ভিএমআরের জরিপে ১০৪, নিউজ নেশনসের জরিপে ১৩০-১৩৮ আর এবিপি নিয়েলসন জরিপে ১৪৮টি আসন পেতে পারে অন্যরা।

 
Electronic Paper