ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আফগান শান্তি আলোচনা

নারীরাও থাকছেন

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৪:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৯

কাতারে চলতি মাসের তৃতীয় সপ্তাহে হতে যাওয়া শান্তি আলোচনায় তালেবান প্রতিনিধি দলে নারীরাও থাকছেন বলে জানিয়েছেন বিদ্রোহী এ গোষ্ঠীটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। ১৯-২১ এপ্রিল দোহার ওই বৈঠকে বিরোধী দলীয় রাজনীতিক ও সুশীল সমাজের কর্তাব্যক্তিসহ খ্যাতনামা আফগানদের সঙ্গে তালেবানরা শান্তি প্রক্রিয়ার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন।

ফেব্রুয়ারিতে রাশিয়ার রাজধানী মস্কোতেও উভয় পক্ষের মধ্যে এ ধরনের বৈঠক হয়েছিল, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেড় যুগ ধরে দক্ষিণ এশীয় দেশটিতে তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর যে যুদ্ধ চলছে, তা বন্ধে কাতারে যে বিভিন্ন দফায় শান্তি আলোচনা চলছে তাতে আলোচনায় নারীদের যুক্ত করার দাবি অনেকদিনের। নারী অধিকারের বিষয়ে কট্টর রক্ষণশীল দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত তালেবানরা এত দিনে তাতে সাড়া দিল।

এ পদক্ষেপের মাধ্যমে তারা আফগানিস্তানের ভবিষ্যৎ সমঝোতার ভিত্তিপ্রস্তর স্থাপনে আগ্রহ দেখাল বলেও মনে করছেন পর্যবেক্ষকরা। মস্কোতে তালেবানদের সঙ্গে যে রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনা করেছেন, দোহার বৈঠকে তাদের দল আরেকটু বড় হতে পারে।

 
Electronic Paper