ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বশির পতনের নেপথ্যের নারী

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৯

সুদানে রুটির মূল্যবৃদ্ধির জেরে শুরু হওয়া বিক্ষোভে প্রায় ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করেছে দেশটির সেনাবাহিনী। তবে সেনাবাহিনী ক্ষমতা দখল করলেও এর পেছনে দেশটিতে সংঘটিত স্মরণকালের ভয়াবহ বিক্ষোভের কারণ বলে মনে করছেন।

এ বিক্ষোভের নেপথ্যে থেকে জনগণকে দারুণভাবে আন্দোলিত করেছেন ২২ বছরের এক নারী। আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত বিপ্লবী কণ্ঠে স্বৈরশাসক বশিরের বিরুদ্ধে আওয়াজ তুলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন সুদানের এই বিউটি কন্যা।

যার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা জায়গায় ভাইরাল হয়েছে তিনি সুদানের নাগরিক আলা সালাহ-সুদানের গণজাগরণের মুখপাত্র। তার বিপ্লবী আওয়াজের জোরে গত বৃহস্পতিবার আল বশিরের রাজপ্রাসাদের ভিত নড়ে উঠেছে। এ সুযোগে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করে নিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটিতে জারি করা হয়েছে কারফিউ। সেই কারফিউ ভঙ্গ করে রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসেছে।

 
Electronic Paper