ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জাসিন্ডা আরডার্নকে হত্যার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৬:২০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৯

এক টুইট বার্তায় হত্যার হুমকি দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জাসিন্ডা আরডার্নকে এ হুমকি দিয়ে লেখা হয়েছে,‘তুমি পরবর্তী টার্গেট’।

দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, পুলিশ বিষয়টি তদন্ত করছে। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক টুইট পোস্টে একটি বন্দুকের ছবি ব্যবহার করে ক্যাপশন লেখা হয়েছে, ‘তুমি পরবর্তী টার্গেট’।

গত শুক্রবার ক্রাইস্টচার্চে দুটি মসজিদে উগ্র ডানপন্থী এক সন্ত্রাসীর হামলায় অন্তত ৫০ জন মুসল্লি নিহত হন। এক সপ্তাহ যেতে না যেতেই এমন খবর নিউজিল্যান্ডবাসীর জন্য উদ্বেগের কারন হয়ে উঠেছে। পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, প্রায় ৪৮ ঘণ্টা আগে ওই হুমকি দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, টুইটার পোস্টটি অনেকে জানাজানির পর ওই অ্যাকাউন্টটি বাতিল করা হয়েছে।

খবরে বলা হয়েছে, অপর একটি পোস্ট আরডার্ন ও দেশটির পুলিশকে ট্যাগ করা হয়েছে, যেখানে বলা হয়েছে, ‘পরবর্তী (টার্গেট) তুমি’।

গণমাধ্যমটি বলছে, বাতিল করা অ্যাকাউন্টে ইসলামবিদ্বেষী কন্টেন্ট এবং হোয়াইট সুপারমেসিস্ট (সাদারাই শ্রেষ্ঠ) ঘৃণ্য বক্তব্য রয়েছে।

পুলিশের এক মুখপাত্র হেরাল্ডকে জানিয়েছেন, ‘টুইটারের ওই কমেন্টের ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে এবং তদন্ত করছে।’

উল্লেখ্য, ক্রাইস্টচার্চে মসজিদে হামলার পর থেকে জাসিন্দা আরডার্নকে ব্যাপক তৎপর হতে দেখা গেছে। ইতোমধ্যে তিনি দেশটিতে স্বয়ংক্রিয় মিলিটারি জাতীয় অস্ত্র ও অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন।

তাছাড়া শুরু থেকেই দেশটির মুসলমানদের প্রতি সহায়নুভূতি জানিয়ে আসছেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

 
Electronic Paper