ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় তিনজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১২:১৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৯

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তুষারপাত ও ভারী বর্ষণের ফলে এমন বন্যার সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে তিনজন মারা গেছেন।

এর মধ্যে বন্যায় আক্রান্ত মানুষদের উদ্ধার করতে গিয়ে একজন মারা গেছেন। হাজার হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাকে সর্বোচ্চ বন্যা বলে অভিহিত করা হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসি জানিয়েছে, কমপক্ষে পাঁচটি রাজ্যে রেকর্ড ভঙ্গ করেছে বন্যা। ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। বাইরের সহায়তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু সম্প্রদায় বা স্থানের মানুষ। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে শীতকালীন শক্তিশালী ঝড় আঘাত হানে। তার পর এমন বন্যায় চারদিকের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে।

ঘূর্ণিঝড়ের মতো আবহাওয়ার একটি প্রবণতা বিরাজ করছে। বিজ্ঞানীরা এমন পরিস্থিতিকে ‘বোম্ব সাইক্লোন’ হিসেবে অভিহিত করেছেন। এই ঘূর্ণিঝড় আঘাত করেছে গত সপ্তাহে পশ্চিমাঞ্চলীয় রকি মাউন্টেইন ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সমতল এলাকাকে।

 
Electronic Paper