ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভারত-পাকিস্তানের মধ্যকার বর্তমান অবস্থা 'খুবই খারাপ' : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৫:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯

ভারত-পাকিস্তানের মধ্যকার বর্তমান অবস্থা 'খুবই খারাপ' মন্তব্য করে তা নিরসনে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্টের কার্যালয়ে স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের তিনি একথা জানান বলে ভারতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।

ট্রাম্প বলেন, 'এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যকার অবস্থা তো খুবই খারাপ। খুব বিপজ্জনক অবস্থা। আমরা এই যুদ্ধবিগ্রহ অবস্থার নিরসন চাই।'

তিনি বলেন, সীমান্তে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। আমরা চাই এটা বন্ধ হোক। এই প্রক্রিয়ায় অংশ নিতে চায় আমেরিকা।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতের সিআরপিএফ বাহিনীর ওপর হামলা হয়। এতে নিহত হন নিরাপত্তা বাহিনীর ৪০ সদস্য।

পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদ এ হামলার দায় স্বীকার করলেও দেশটির সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খানের দাবি ওই হামলার পেছনে পাকিস্তান দায়ী নয়।

এ নিয়েই চরম উত্তেজনা বিরাজ করছে ভারত-পাকিস্তানের মধ্যে। বিষয়টি নিয়ে শুক্রবার সাংবাদিদের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, হামলায় ভারতের প্রায় অর্ধশত মানুষ নিহত হয়েছে। ব্যাপারটি আমরাও বুঝতে পারি।

দুই দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক রাখতে ভারত ও পাকিস্তানের সঙ্গে তার প্রশাসন কথা বলছে বলেও সাংবাদিকদের জানান ডোনাল্ড ট্রাম্প।

 
Electronic Paper