ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্যাঙ্গালুরুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ৩০০ গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৪:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে ‘এরো ইন্ডিয়া প্রদর্শনীর’ একটি পার্কিংস্থলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩০০ গাড়ি। জ্বলন্ত সিগারেটের টুকরো থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

শনিবার দুপুরে ব্যাঙ্গালুরুর উত্তরাংশের ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির পাশে পার্কিংস্থলে এ অগ্নিকাণ্ড ঘটে। সেময় কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ছিল বিমানঘাঁটির আশপাশের আকাশ।

ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটিতে চলছে পাঁচদিনব্যাপী প্লেন প্রদর্শনীর অনুষ্ঠান। গত বুধবার (২০ ফেব্রুয়ারি) শুরু হওয়া এ প্রদর্শনী সমাপ্ত হবে আগামী রোববার (২৪ ফেব্রুয়ারি)। প্রদর্শনীর জন্য প্রায় ১০০টি এয়ারক্রাফট সেখানে রয়েছে।

অগ্নিকাণ্ডের ব্যাপারে পুলিশের সিনিয়র কর্মকর্তা এম এন রেড্ডি বলেন, শুষ্ক ঘাস এবং প্রচণ্ড বাতাসের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। সেখানে গাড়িসহ প্রায় কয়েকশ যানবাহন ছিল।

তবে দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটলে কোনো ব্যক্তির ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হযেছে, অগ্নিকাণ্ডস্থল থেকে প্লেন প্রদর্শনীস্থল বেশ দূরেই। এ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

অগ্নিকাণ্ডের সময় প্লেন প্রদর্শনী সাময়িকভাবে স্থগিত করা হয়। আগুন নিয়ন্ত্রণে আসা পর্যন্ত কোনো প্লেনই আকাশে ওড়েনি।

গত মঙ্গলবারই (১৯ ফেব্রুয়ারি) ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ওপর মহড়া দেওয়ার সময় দেশটির বিমানবাহিনীর ‘সূর্যকিরণ এরোবেটিক গ্রুপে’র দু’টি এয়ারক্রাফট মধ্যাকাশে সংঘর্ষে জড়িয়ে বিধ্বস্ত হয়। এতে এক বৈমানিক প্রাণ হারান।

 
Electronic Paper