ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্রেক্সিট ইস্যু

অনাস্থা ভোটে টিকে গেলেন মে

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ২:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৯

ব্রেক্সিট চুক্তি নিয়ে ভোটে হেরে গেলেও অনাস্থা ভোটে টিকে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। গত মঙ্গলবার ভোটের পরপরই লেবার পার্টির নেতা জেরেমি করবিন রক্ষণশীল দলের সরকারের প্রতি এই অনাস্থা প্রস্তাব এনেছিলেন। গতকাল বুধবার ভোট শেষে দেখা যায়, থেরেসা মের সরকারের প্রতি অনাস্থা জানিয়েছেন ৩০৬ জন; বিপরীতে সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন ৩২৫ জন পার্লামেন্ট সদস্য। 

এর ফলে মাত্র ১৯ ভোটে জয় নিয়ে টিকে থাকল মের সরকার। ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের এক দিন পরেই প্রধানমন্ত্রী মেকে নতুন পরীক্ষার মুখোমুখি হতে হয়।

অনাস্থা ভোটে নিজেদের হারের পর জেরেমি করবিন বলেছেন, কোনো চুক্তি ছাড়াই ইইউ ছাড়ার মতো ঘটনা যেন না ঘটে, থেরেসা মেকে তা নিশ্চিত করতে হবে।

অন্যদিকে মে ব্রেক্সিট চুক্তির নতুন খসড়া তৈরিতে পার্লামেন্টের সব দলের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন।

গত মঙ্গলবারের ভোটে থেরেসার পরাজয়ের পরে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লিখেছে, ‘সাধারণত এ ধরনের বড় পরাজয়ের পর ব্রিটিশ প্রধানমন্ত্রীরা পদত্যাগের ঘোষণা দেন। তবে বলাই বাহুল্য, এটা সাধারণ কোনো পরিস্থিতি নয়।’

 
Electronic Paper