ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাইরোবির হোটেলে জঙ্গি হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৩:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

কেনিয়ার রাজধানী নাইরোবির পাঁচ তারকা দুসিত হোটেলে মঙ্গলবারের জঙ্গি হামলায় অন্তত ৭ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। হাসপাতালের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছে। সোমালিয়ার জঙ্গিদল আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

দেশটির পুলিশ প্রধান জোসেফ বোনিয়েত সাংবাদিকদের জানান, বন্দুকধারীরা হোটেলের লবিতেত ঢোকার আগে কার পার্কিং এলাকার যানবাহনে বোমা ছুড়ে মারে। সেখানে একজন আত্মঘাতী বোমাও বিস্ফোরণ ঘটায়।

ফায়ারফাইটাররা হোটেল প্রাঙ্গণের প্রবেশ পথে জ্বলতে থাকা তিনটি গাড়ির আগুন নিভিয়েছে। কমপ্লেক্সের বিউটি সেলুনের একজন কর্মী জিওফ্রি ওটিয়েনো রয়টার্সকে বলেন, “ভেতরে ছুড়ে মারা হয়েছিল এমন একটি বস্তু আমরা বিকট শব্দে বিস্ফোরিত হতে শুনতে পাই। তারপরই আমি কাঁচ ভেঙে পড়তে দেখি। উদ্ধার পাওয়ার আগ পর্যন্ত আমরা লুকিয়ে ছিলাম।”
সোমালিয়ান জঙ্গিদল আল শাবাব প্রায়ই কেনিয়ায় হামলা চালায়। এর আগে ২০১৩ সালে একটি শপিং সেন্টারে এবং ২০১৫ সালে একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় তারা।

 
Electronic Paper