ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বৈঠকে খাসোগি প্রসঙ্গ তুলবেন পম্পেও

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৫:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৯

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর চলমান মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরব সফর করবেন। ওই সফরে তার সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

পম্পেও সিবিসি নিউজকে জানিয়েছেন, ওই বৈঠকে সাংবাদিক জামাল খাসোগি হত্যার প্রসঙ্গ তোলার পরিকল্পনা রয়েছে তার। গত শনিবার তিনি সংবাদমাধ্যমটিকে বলেন, আমরা ধারাবাহিকভাবে যা বলে আসছি সে কথাই তাকে বলব। গত বছরের ২ অক্টোবর ইস্তান্বুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাসোগি। সৌদি রাজপরিবারের মিত্র থেকে কঠোর সমালোচক বনে যাওয়া এই সাংবাদিককে হত্যার কথা কয়েক দফা অস্বীকার করলেও ১৯ অক্টোবর মধ্যরাতে প্রথমবারের মতো হত্যার কথা স্বীকার করে সৌদি আরব।

গত শনিবার সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে পম্পেও বলেন, প্রকাশ্য এবং ব্যক্তিগত পর্যায়ে আমেরিকার অবস্থান একই। এটা ছিল ভয়ানক একটা কাজ আর অগ্রহণযোগ্য খুন। এই ঘটনায় যারা জড়িত যুক্তরাষ্ট্র তাদের আইনের আওতায় আনবে। আমরা তা করতে বদ্ধপরিকর।

 
Electronic Paper