ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিবাদ না করলে বাঙালিরা শত্রু : আলফা

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১০:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯

ভারতের আসাম রাজ্যে বসবাসকারী বাঙালিরা নাগরকিত্ব বিলের বিরুদ্ধে প্রতবিাদে শামিল হয়ে প্রতিবাদ না করলে তাদেরকে শত্রু বলে গণ্য করা হবে বলে জানয়িছেনে বচ্ছিন্নিতাবাদী দল আলফার প্রধান পরেশ বরুয়া।

এক ববিৃতিতে তিনি বলনে, জোর করে আসামবাসীর আন্দোলন দমিয়ে রাখা যাবে না। এই লড়াইয়ে আলফার সশস্ত্র বাহিনীই নেতৃত্ব দেবে। শুধু বাঙালি নয়, ভূমিপুত্রদের কোণঠাসা করার জন্য আনা নাগরকিত্ব বিলে প্রতবিাদ না জানালে হিন্দিভাষীরাও আসামে থাকার অধকিার হারাবে বলে বিবৃতে বলা হয়েছে।

ধর্মীয় সহিংসতার শিকার হয়ে প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিম শরর্ণাথীদের নাগরকিত্ব দিতে ভারতের লোকসভায় একটি বিল পাস হয়। বিতর্কিত এই বিল আইনে পরিণত হলে বাংলাদশে, পাকিস্তান ও আফগানিস্তান থেকে মুসলমি ছাড়া অন্য সম্প্রদায়ের যারা ভারতে আশ্রয় নিয়েছেন তাদরে নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। ফলে বিপাকে পড়তে পারেন আসামের মুসলিমরা। এদিকে এই বিলের বিরোধিতা করেছে আসামরে ৩০টি সংগঠন।

 
Electronic Paper