ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কমনওয়েলথে যুক্ত হতে চায় মালদ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১২:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮

দীর্ঘদিন বাইরে থাকার পর আবারও কমনওয়েলথে যোগ দেওয়ার আবেদন করেছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। দেশটির সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন সংগঠন থেকে বের করে আনেন দেশটিকে। সে অবস্থা থেকে বেরিয়ে তারা নতুন করে কমনওয়েলথে যুক্ত হতে চায়।

গত সেপ্টেম্বরের নির্বাচনে আবদুল্লাহ ইয়ামিন পরাজিত হলে তার উত্তরসূরি হিসেবে ক্ষমতায় আসেন ইব্রাহিম সোলিহ। ক্ষমতায় এসে তিনি ৫৩ জাতির সংগঠন কমনওয়েলতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে আবেদন করেছেন।

এর আগে মানবাধিকার সুরক্ষিত রাখতে এবং আইনের শাসন নিশ্চিত করতে সাবেক প্রেসিডেন্ট ইয়ামিনের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল কমনওয়েলথ। এর ফলে তিনি ওই সংগঠন থেকে মালদ্বীপকে বের করে আনেন।

এখন প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহর অফিস থেকে বলা হচ্ছে, নতুন প্রেসিডেন্টের প্রশাসন কমনওয়েলথের মূল্যবোধে বিশ্বাসী হওয়ায় যুক্ত হতে চায় মালদ্বীপ।

 
Electronic Paper