ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

খাসোগির শেষ কথা ছিল

‘আমি নিঃশ্বাস নিতে পারছি না।’

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৪:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৮

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে ঘাতকদের হাতে প্রাণ হারানোর আগে সাংবাদিক জামাল খাসোগির শেষ কথা ছিল— ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না।’

সৌদি এ সাংবাদিকের জীবনের শেষ মুহূর্তের অডিও টেপের অনুলিপি পড়া এক সূত্রের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সূত্রটি জানায়, অনুলিপিটি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, হত্যাটি পূর্বপরিকল্পিত এবং এই হত্যার কাজ কীভাবে এগিয়ে নিতে হবে সে সম্পর্কে কয়েকবার ফোনের মাধ্যমে ব্রিফ করা হয়।

সিএনএন জানায়, তুর্কি কর্মকর্তাদের ধারণা— রিয়াদের শীর্ষ কর্মকর্তারা ওই ফোনকলগুলো করেছিলেন।

ওয়াশিংটন পোস্টের কলাম লেখক সৌদি আরবের নাগরিক জামাল খাসোগিকে গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয়। অনুলিপিতে হত্যাকারীদের সঙ্গে খাসোগির ধস্তাধস্তির বর্ণনা রয়েছে।

তুরস্কের গোয়েন্দা সংস্থাগুলো আসল অনুলিপিটি তৈরি করেছে।

এদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী রোববার এই হত্যাকাণ্ডে জড়িতদের তুরস্কের কাছে হস্তান্তরের তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের দাবি প্রত্যাখ্যান করেছেন।

এরদোগান এই হত্যাকাণ্ডে জড়িতদের তুরস্কের কাছে হস্তান্তরের জন্য সৌদি আরবের প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছেন। তুরস্কের মতে, ইস্তাম্বুলে পাঠানো ১৫ সদস্য বিশিষ্ট সৌদি দল খাসোগিকে হত্যা করে।

 
Electronic Paper