ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জিসিসি সম্মেলন আজ, কাতারের বর্জন

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১২:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৮

আজ রিয়াদে শুরু হতে যাচ্ছে গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) বার্ষিক সম্মেলন। কাতারকে নিয়ে উত্তেজনায় আঞ্চলিক ঐক্যে টান পড়েছে। আর সাংবাদিক জামাল খাসোগি হত্যা নিয়ে সৌদি আরব কূটনৈতিক সংকটের মুখে পড়েছে। এমনই এক পরিস্থিতিতে ৬ সদস্য রাষ্ট্রের নেতারা এক দিনের বার্ষিক সম্মেলনে বসছেন রিয়াদে।

এদিন আলোচনায় জোর দেওয়া হতে পারে নিরাপত্তা ইস্যু, ইরানের আঞ্চলিক কর্মকা-, তেল রাজনীতি এবং কিছু সদস্যকে বর্জনের বিষয়।
১৯৮০ সালে বৃহৎ প্রতিবেশী ইরান ও ইরাকের বিরুদ্ধে গঠিত হয় জিসিসি।

এ গ্রুপের সদস্য হলো- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, কাতার ও কুয়েত। কিন্তু তেলের নিয়ন্ত্রণ বা কার কতভাগ তেল থাকবে তা নিয়ে রিয়াদের সঙ্গে এ দেশগুলোর এক রকম টানাপড়েন আছে।

এদিকে সৌদি আরবের অনুষ্ঠিত হতে যাওয়া গালফ করপোরেশন কাউন্সিল-জিসিসি সম্মেলনে যোগ দিচ্ছেন না কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। কাতারের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে এ তথ্য নিশ্চিত করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ এনে ২০১৭ সালের জুনে কাতারের ওপর অবরোধ আরোপ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন ও মিসর। সম্মেলনে যোগ না দেওয়ার এটাই কারণ বলে জানিয়েছে দেশটি।

 
Electronic Paper