ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কম্বোডিয়ায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১২:০৬ অপরাহ্ণ, মে ১৯, ২০১৮

কম্বোডিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বজ্রপাতে চার বছর বয়সী এক শিশুসহ পাঁচ জন মারা গেছে। শুক্রবার দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।

পুলিশ প্রধান লেই মেং লাইং বলেন, বৃহস্পতিবার কোহ কং প্রদেশের থমার বাইং জেলার কোহ কোং প্রদেশের পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সময় বজ্রপাতে এ পাঁচজন প্রাণ হারায়। এদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।
গ্রীষ্মমণ্ডলীয় দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির নদী ও খালগুলোতে ঝড়ের সময় ব্যাপক বজ্রপাত ঘটে। জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা ঘটছে বলে অনেকের ধারণা।
কম্বোডিয়ার ন্যাশনাল কমিটি ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট জানায়, বজ্রপাতে জানুয়ারি মাস থেকে এই নিয়ে প্রায় ৫০ জন মারা গেল। গত বছরে এই সময়ে এই সংখ্যা ছিল ৪১ জন।

 
Electronic Paper