ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কানাডাকে ৪১ কূটনীতিক সরিয়ে নিতে বলল ভারত

অনলাইন ডেস্ক
🕐 ১:২৫ অপরাহ্ণ, অক্টোবর ০৩, ২০২৩

কানাডাকে ৪১ কূটনীতিক সরিয়ে নিতে বলল ভারত

হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনায় কানাডা-ভারতের সম্পর্কে আরও একধাপ অবনতি হলো। এবার ভারত কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিতে বলেছে। সময়ও বেঁধে দিয়েছে ভারত।

 

সংবাদমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছে। এদের মধ্যে ৪১ জনকে কানাডায় ফেরত পাঠানোর কথা জানিয়েছে ভারত। আগামী ১০ অক্টোবরের মধ্যে এদের সরিয়ে নিতে হবে। এই ঘটনায় বোঝা যাচ্ছে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়বে।

কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নেওয়ার বিষয়ে বেশ কয়েকজন ব্যক্তিকে উদ্ধৃত করে দ্য ফিনান্সিয়াল টাইমস বলেছে, ১০ অক্টোবরের পর থেকে যাওয়া কূটনীতিকদের কূটনৈতিক নিরাপত্তা প্রত্যাহার করার হুমকি দিয়েছে ভারত।

তবে এ বিষয়ে ভারতীয় এবং কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানা গেছে।

গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল বলে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন। এরপরেই ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে।

নিহত নিজ্জার নয়াদিল্লির চোখে ‘সন্ত্রাসী’ হলেও তার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দিয়েছে ভারত।

 
Electronic Paper