ঢাকা, রবিবার, ১ অক্টোবর ২০২৩ | ১৬ আশ্বিন ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

অনলাইন ডেস্ক
🕐 ১২:৫০ অপরাহ্ণ, মে ০৫, ২০২৩

৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার (৪ মে) আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

 

এতে বলা হয়, নাবলুসের ওল্ড সিটির একটি বাড়িতে ইসরায়েলি বাহিনী অভিযান পরিচালনার পর সেখানে গিয়ে ৩ ফিলিস্তিনির লাশ পাওয়া যায়। নিহতদের মধ্যে দু’জনের মুখ গুলিতে সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে।

ফিলিস্তিনি শহরে ইসরায়েলি বাহিনী বারবার অভিযান চালানোর কারণে সাম্প্রতিক মাসগুলোতে অধিকৃত পশ্চিম তীরে তীব্র উত্তেজনা চলছে।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী এবং বসতি স্থাপনকারীরা অন্তত ১০৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের মধ্যে ২০ জন শিশু। একই সময়ে অন্তত ১৯ ইসরায়েলি নিহত হয়েছেন।

 

 
Electronic Paper