ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সু চির রাজনৈতিক দলকে বিলুপ্ত ঘোষণা

অনলাইন ডেস্ক
🕐 ৩:২৯ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৩

সু চির রাজনৈতিক দলকে বিলুপ্ত ঘোষণা

মিয়ানমারে অং সান সু চির রাজনৈতিক দল দ্য ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) কে বিলুপ্ত ঘোষণা করেছে সেনাবাহিনী সরকার নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

 

মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে প্রতিবেদনে বলা হয়, নতুন নির্বাচনের জন্য সামরিক সরকারের নির্বাচন কমিশন ঘোষিত সময়সীমার ৪০টি দল নিবন্ধনে ব্যর্থ হয়েছে। এর মধ্যে সু চির দ্য ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) রয়েছে।

অন্যদিকে এনএলডি বলেছে, তারা জান্তা সরকারের অধিনে নির্বাচনে অংশ নেবে না।

উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে এনএলডি বিশাল ব্যবধানে জয় পেয়েছিল। কিন্তু মাত্র তিন মাস পর ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে এবং সু চিকে কারাগারে পাঠায়। এরপর থেকে সেনাবাহিনী দেশটি পরিচালনা করছে।

 

 
Electronic Paper