ঢাকা, শনিবার, ১ এপ্রিল ২০২৩ | ১৭ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে দুই পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১২:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২৩

ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে দুই পাইলট নিহত

ভারতের অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুই পাইলট নিহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে মান্দালা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নিহত দুই পাইলট হলেন লেফটেন্যান্ট কর্নেল ভিভিবি রেড্ডি ও মেজর জয়ন্ত। এর আগে এই পাইলট নিখোঁজ বলে উল্লেখ করা হয়েছিল।

বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে হেলিকপ্টারটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ভারতীয় সেনাবাহিনী ও ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের পাঁচটি তল্লাশি দল কাজ শুরু করে। মান্দালার পূর্ব দিকে একটি গ্রামে হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

হেলিকপ্টারটি সাঙ্গে গ্রাম থেকে উড্ডয়ন করেছিল এবং গন্তব্য ছিল আসামের মিসামারি।

পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন সেলের সুপার রোহিত রাজবির সিং জানান, ডিরাং গ্রামের বাসিন্দারা বিধ্বস্ত চপার পুড়তে দেখতে পেয়ে জেলোর কর্মকর্তাদের জানান। দুপুর সাড়ে ১২টার দিকেও এটি জ্বলছিল।

তিনি বলেছেন, ওই এলাকায় কোনো মোবাইল সংযোগ নেই এবং আবহাওয়া তীব্র কুয়াশাপূর্ণ। পাঁচ মিটারের বেশি দূরের কিছু দেখা যাচ্ছে না।

 
Electronic Paper