ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আমেরিকান ড্রোন বিধ্বস্ত করলো রুশ যুদ্ধ বিমান

অনলাইন ডেস্ক
🕐 ৩:০৩ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৩

আমেরিকান ড্রোন বিধ্বস্ত করলো রুশ যুদ্ধ বিমান

মার্কিন সামরিক বাহিনী বলেছে, রাশিয়ার একটি যুদ্ধবিমান থেকে মঙ্গলবার কৃষ্ণ সাগরে অবস্থানরত আমেরিকার একটি ড্রোনের উপর জ্বালানি তেল ঢেলে দিলে সেটি বিধ্বস্ত হয়েছে। কৌশলটিকে ‘বেপরোয়া’ হিসেবে উল্লেখ করে ওয়াশিংটন এর সমালোচনা করে। খবর এএফপি’র।

ইউএস ইউরোপিয়ান কমান্ড বলেছে, রাশিয়ার দু’টি সু-২৭ যুদ্ধবিমান আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের মনুষ্যবিহীন এমকিউ-৯ রিপারকে আটকে দিয়ে এর প্রপেলার কেটে দেয়।

তারা জানায়, ‘সংঘর্ষের আগে বেশ কয়েকবার সু-২৭ একেবারে বেপরোয়া,পরিবেশগতভাবে অস্বাস্থ্যকর এবং অপেশাদার পদ্ধতিতে এমকিউ-৯ এর সামনে জ্বালানী ফেলে উড়ে যায়।’

তবে মস্কো ড্রোনটি বিধ্বস্তের কারণ অস্বীকার করেছে।

পেন্টাগনের পক্ষ থেকে কলা হয়, ড্রোনটি আইএসআরের (গোয়েন্দা, নজরদারি, পুনরুদ্ধার) নিয়মিত মিশনে ছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘তীক্ষè কৌশলের ফলে মনুষ্যবিহীন এমকিউ আকাশযানটি একটি অনিয়ন্ত্রিত ফ্লাইটের রেঞ্জে ঢুকে পড়ে দ্রুত উচ্চতা হ্রাস করায় সেটি পানির পৃষ্ঠের সাথে ধাক্কা খায়।’

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তারা এ ঘটনার প্রতিবাদ জানাতে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে।

 

 
Electronic Paper