টুইটারে ‘পরি’র ছবি দিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট
অনলাইন ডেস্ক
🕐 ১১:৪৭ পূর্বাহ্ণ, মার্চ ০১, ২০২৩

রাতের আঁধার। গাছের মগডালে ওপর দিয়ে উঁকি দিচ্ছে একটি নারী অবয়ব। চেহারা-শরীর কিছুই স্পষ্ট নয়। চোখ দুটি যেন জ্বলছে। আর মাথাভর্তি সাদা চুল। এমনই চিত্র ফুটে উঠেছে টুইটারে প্রকাশিত একটি ছবিতে। দাবি করা হচ্ছে, ছবিতে দেখা যাওয়া নারী অবয়বটি আসলে একটি ‘পরি’। খবর স্কাইনিউজের
ছবিটি যেনতেন কেউ প্রকাশ করেননি। তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর। অবয়বটিকে পরি বলে দাবিটিও তাঁর। ছবিটি শেয়ার করা টুইটার পোস্টটি বেশ সাড়া ফেলেছে। গত রোববার থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সেটি দেখা হয়েছে হয়েছে ৯০ লাখবারের বেশি।
ওই টুইটার পোস্টে আরও একটি ছবি যুক্ত করেছেন প্রেসিডেন্ট ওব্রাডোর। সেটি প্রাচীন মায়া সভ্যতার একটি মূর্তির। পোস্টে তিনি লিখেছেন, ‘মায়া রেললাইনের নির্মাণস্থল থেকে তোলা দুটি ছবি আমি শেয়ার করছি। এর একটি তিন দিন আগে আমাদের একজন প্রকৌশলী তুলেছেন। দেখে মনে হচ্ছে, এটি একটি অ্যালাক্স (পরি)।’
মায়া সভ্যতার বিশ্বাস অনুযায়ী, অতিপ্রাকৃত চরিত্র বা পরিকে অ্যালাক্স বলা হয়। এগুলো মানুষকে ভয় দেখাতে বেশ পটু। অনেক সময় মানুষের জিনিসপত্রও লুকিয়ে রাখে তারা। অ্যালাক্সকে খুশি রাখতে বিভিন্ন জিনিসপত্র উৎসর্গ করে থাকেন অনেকে।
টুইটার পোস্টে প্রাচীন সব সংস্কৃতি ও বিশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট লিখেছেন, ‘সবকিছুই রহস্যঘেরা।’
ইউকাতান উপত্যকা ও এর আশপাশের অঞ্চলজুড়ে ৩০০ থেকে ৭০০ শতাব্দী পর্যন্ত উৎকর্ষের শীর্ষে উঠেছিল মায়া সভ্যতা। এই উপত্যকার বড় একটি অংশ পড়েছে মেক্সিকোয়। ষোড়শ শতকে তৎকালীন স্প্যানিশ সাম্রাজ্য এই অঞ্চল দখল করে নেয়।
এরপরও সেখানকার অনেক বাসিন্দা মায়া সংস্কৃতি, ভাষা, খাবার, পোশাক ও ধর্মীয় রীতিনীতি মেনে চলতেন। এমনকি এই অঞ্চলে তাঁদের বংশধরেরা এখনো বেঁচে আছেন বলে মনে করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
