ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাশ্মীর ইস্যুতে ভারতে পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানের!

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৭:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮

কাশ্মীর ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সম্পর্ক। নতুন করে কাশ্মীর ইস্যুতে উত্তেজনাকর বক্তব্য দিয়েছেন আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) প্রেসিডেন্ট সর্দার মাসুদ খান৷ তিনি কাশ্মীর ইস্যুতে ভারতে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন।  

মঙ্গলবার পাকিস্তানের মুজাফফরাবাদে অনুষ্ঠিত নৌবাহিনীর একটি অনুষ্ঠানে সর্দার মাসুদ খান কাশ্মীর ইস্যুতে ভারতে পারমাণবিক হামলার হুমকি দিয়ে বলেন, ভারত একগুঁয়েমি করছে কাশ্মীর ইস্যুতে, যা দক্ষিণ এশিয়াতে পারমাণবিক যুদ্ধ উসকে দিতে পারে।

এদিকে, ভারতীয় কর্তৃপক্ষের দাবি, ২০০৩ সালে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা বারবারই লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। শুধুমাত্র চলতি বছরই এক হাজারেরও বেশি সময় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে সীমান্তে হামলা চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী।  সম্প্রতি সংঘর্ষ বিরতি চেয়ে পাকিস্তানই বিএসএফের কাছে অনুরোধ করেছিল, কিন্তু তারপর নিজেরাই সেই চুক্তি লঙ্ঘন করেছে বারবার।

 
Electronic Paper