ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এবারও চীনে মুসলিমদের রোজা রাখায় নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:৫০ অপরাহ্ণ, মে ১৭, ২০১৮

চীনের শিনজিয়াং অঞ্চলে কয়েক বছর ধরে দেশটির কমিউনিস্ট সরকার রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।

চীনের সরকারি ওয়েবসাইটে বলা হয়, রমজান মাসে হোটেল, রেস্তোরাঁসহ যাবতীয় খাবারের দোকান খোলা রাখতে হবে। শিনজিয়াং অঞ্চলে মূলত, দেশটির মুসলিম উইঘুর সম্প্রদায়ের লোকেরা বসবাস করেন। এখানে প্রায় এক কোটি মুসলমানের বসবাস।
এদিকে চলতি বছরের রমজান মাসেও ওই নিষেধাজ্ঞা বজায় থাকবে বলে জানানো হয়েছে। স্বভাবতই এবারও রোজা রাখতে পারবেন না মুসলিমরা।
গতকাল বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটগুলোতে এ নির্দেশ জারি করা হয়েছে।
এতে কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি চাকরিজীবী, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকরা রোজা রাখতে পারবেন না। মুসলিম মালিকদের খাবার হোটেলও খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে উইঘুরের মানবাধিকার সংগঠনগুলো বলেছে, ওই নিষেধাজ্ঞার ফলে জাতিগত উত্তেজনা বাড়বে।
প্রসঙ্গত, গত কয়েক বছরে এ অঞ্চলে জাতিগত দাঙ্গায় শত শত মানুষের মৃত্যু হয়েছে।

 
Electronic Paper