ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কোভিড নীতি থেকে পিছু হটল চীন

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৩:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ০৭, ২০২২

কোভিড নীতি থেকে পিছু হটল চীন

‘কোভিড শূন্য’ নীতি থেকে পিছু হটল চীন। এই নিয়ে নতুন গাইডলাইন দিয়েছে দেশটির ন্যাশনাল হেলথ কমিশন। সেখানে উপসর্গহীনদের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে।

‘কোভিড শূন্য’ নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলনের জেরে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে শি জিনপিং সরকার। লকডাউন থেকে শুরু করে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন নতুন গাইডলাইনে বলেছে, নিভৃতবাস ও গণহারে করোনা পরীক্ষার ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হবে। এছাড়া উপসর্গহীন এবং যাদের মৃদু উপসর্গ রয়েছে তাদের আর সরকারি কোয়ারেন্টাইনে রাখা হবে না। বাড়িতেই আইসোলেশনে থাকতে পারবেন তারা।

নিউট্রিক অ্যাসিড পরীক্ষা এবং ঘনঘন কোভিড পরীক্ষারও প্রয়োজন নেই বলে নতুন গাইডলাইনে বলা হয়েছে।

চলতি মাসেই ‘কোভিড শূন্য’ নীতিতে ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন চীনের উপপ্রধানমন্ত্রী সান চুলান। কোভিডের অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি। লকডাউনের ক্ষেত্রেও বেশ কিছু ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

‘কোভিড শূন্য’ নীতিকে কেন্দ্র করে চলতি বছরের নভেম্বরের শেষ সপ্তাহ থেকে চীনে বিক্ষোভ চলছে। এটি দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

‘কোভিড শূন্য’ নীতি প্রয়োগ করতে গিয়ে চীনজুড়ে লকডাউন জারি করা হয়।

সূত্র: এএফপি

 
Electronic Paper