ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে আর্জেন্টিনায় ট্রাকচালকদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১০:১৩ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২২

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে আর্জেন্টিনায় ট্রাকচালকদের বিক্ষোভ

আর্জেন্টিনায় জ্বালানির দাম বৃদ্ধি ও সংকটের প্রতিবাদে বিক্ষোভ করেছে ট্রাকচালকরা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশটিতে ক্রমাগতহারে বাড়তে শুরু করেছে জ্বালানির দাম।

সম্প্রতি আর্জেন্টিনার বেশিরভাগ প্রদেশে দেখা দিয়েছে ডিজেলের সংকট। ডিজেল ব্যবহারের প্রায় এক-চতুর্থাংশ আমদানি নির্ভর হওয়ায় জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে পরিবহণ সংশ্লিষ্টদের। সূত্র: এবিসি নিউজ

মঙ্গলবার ট্রাকের বহর নিয়ে রাজধানী বুয়েন্স আইরেসে প্রবেশেরে চেষ্টা করে ট্রাকচালকরা। তবে পুলিশের বাঁধায় তা পণ্ড হয়ে যায়। বিক্ষোভের মুখে আগামী সপ্তাহ গুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে আর্জেন্টিনা সরকার।

পরিবহন মন্ত্রী অ্যালেক্সিস গুয়েরেরা স্থানীয় একটি রেডিও সাক্ষাৎকারে বলেছেন যে, আগামী ১৫ বা ২০ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানি ওয়াইপিএফ জানায় যে, ঘাটতি মেটাতে সাহায্য করতে আগামী ৪৫ দিনের মধ্যে ১০টি কার্গো ডিজেল আমদানি করা হবে।

 
Electronic Paper