ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চীনের মুদ্রার মান কমল

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৪:৫০ অপরাহ্ণ, জুন ২২, ২০২২

চীনের মুদ্রার মান কমল

যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে চীনের মুদ্রার মান আরও দুর্বল হয়েছে।

বুধবার (২২ জুন) মার্কিন মুদ্রার বিপরীতে রেনমিনবি বা ইউয়ানের দাম আরেক দফা কমেছে। এদিন প্রতি ডলার বিক্রি হয়েছে ৬ দশমিক ৭১০৯ ইউয়ানে। চীনা বৈদেশিক বিনিময় বাণিজ্য পদ্ধতি সূত্রে এ খবর পাওয়া গেছে।

ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, বিদেশি বিনিয়োগকারীরা ইউয়ানে বিনিয়োগ করা ছাড়ছেন। চীনে নতুন করে করোনা বিধিনিষেধ আরোপ হওয়ায় অনেক বিনিয়োগকারী দেশটি ছেড়ে চলে যাচ্ছেন।

এছাড়া অন্যান্য দেশের মতো চীনেও নিত্যপণ্যের দাম বেড়েছে। এতে দেশটিতে মূল্যস্ফীতির সৃষ্টি হয়েছে। ফলে সেখানে ডলারের মূল্য বেড়েছে। পাশাপাশি দেশি মুদ্রার দরপতন হয়েছে।

হংকং পোস্ট জানিয়েছে, ইউয়ানের পরিবর্তে ডলারে নিজেদের মুদ্রার বিনিময় করছেন বিনিয়োগকারীরা। এতে ডলারেরর দর বাড়ছে। চীনা মুদ্রার মান কমছে।

ইউয়ানের মান পড়ায় চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে বন্ড ইল্ডও কমবে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রে বিনিয়োগের হার বাড়ার আভাস পাওয়া যাচ্ছে।

 
Electronic Paper