ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি আরও ১১৮ জন

নিজস্ব প্রতিবেদক
🕐 ৬:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি আরও ১১৮ জন

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১৮ জন নতুন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। তাদের মধ্যে ৮৬ জন ঢাকায় এবং বাকি ৩২ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে ৪৮০ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৩৬৮ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ও ১২২ জন রোগীকে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২৬ হাজার ৮৫৯ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ২৬ হাজার ২৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৮ জন মারা গেছেন।

 
Electronic Paper