ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২০১ জন হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
🕐 ৭:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২১

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২০১ জন হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় আরও ২০১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১৪০ জন ঢাকায় এবং বাকি ৬১ জন ঢাকার বাইরে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বর্তমানে ৮৪৪ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৬৫১ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২১ হাজার ৪০২ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ২০ হাজার ৪৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৩ জন মারা গেছেন।

 
Electronic Paper