ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দেশে টিকা নিয়েছেন ৫২ লাখ ৬৩ হাজার ২৪৮ জন

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:০৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২১

দেশে টিকা নিয়েছেন ৫২ লাখ ৬৩ হাজার ২৪৮ জন

সারাদেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৫২ লাখ ৬৩ হাজার ২৪৮ জন। তাদের মধ্যে মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৯২৮ জনের। পাশাপাশি টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৬৬ লাখ ৯৩ হাজার ৫০৭ জন। রোববার (২৮ মার্চ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন ৫৮ হাজার ৪২৪ জন। তাদের মধ্যে পুরুষ ৩৩ হাজার ১৯৮ জন এবং নারী ২৫ হাজার ২২৬ জন। ঢাকা বিভাগে ১৬ হাজার ২২ জন। ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৭২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৭ হাজার ৫৮৬ জন, রাজশাহী বিভাগে ৮ হাজার ৯০ জন, রংপুর বিভাগে ৭ হাজার ৭৪২ ঐজন, খুলনা বিভাগে ৮ হাজার ৯৬৭ জন, বরিশাল বিভাগে ১ হাজার ১৯০ জন ও সিলেট বিভাগে ৪ হাজার ১০৩ জন রয়েছেন।

গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়।

 

 
Electronic Paper