ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মেয়র হানিফ ফাউন্ডেশনের বিনা মূল্যে চক্ষুচিকিৎসা সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক
🕐 ২:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ এর চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্দ্যোগে মাস ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কর্মসূচি চলছে।১৫ নভেম্বর, রোববার লালবাগ, শহীদনগরস্থ, পুস্পসাহা (তলার পাড়) আনন্দ স্কুল প্রাঙ্গনে এ কর্মসূচি শুরু হয়েছে। 

সকাল ১০টা হতে দুপুর ৩ টা পর্যন্ত বিনামূল্যে দিনব্যাপী শতাধিক চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ, সহ চশমা প্রদান করা হয়।ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান মোঃ ওমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোসাদ্দেক হোসেন জাহিদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ফাউন্ডেশনের পক্ষে হাজী আতিকুর রহমান স্বপন, মোহাম্মদ সাদেক মিঠু, মোহাম্মদ সাজেদ ব্যাপারী, মোখলেসুর রহমান রোমেল, হাজী বাবু ভুইয়া, মোঃ আনোয়ার, জনসংযোগ কর্মকর্তা হাবিবুল ইসলাম সুমন সহ অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেবা কেন্দ্রে চোখ দিয়ে পানি পড়া ও চোখ চুলকানো, চোখ দিয়ে পুঁজ পড়া বা চোখে ময়লা আসা, মাথা ব্যাথা, চোখ ব্যাথা, চোখ লাল হয়ে যাওয়া, নেত্রনালী পরিষ্কার করা, কাছে এবং দুরে কম দেখা, চোখ জ্বালা পোড়া ইত্যাদী চক্ষু রোগীদের মধ্যে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

সেবা কেন্দ্রেটি বাংলাদেশ আই কেয়ার এন্ড ফ্যাকো সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ আবদুস সবুর সবুজ এর নেতৃত্বে ১৫ সদস্যর একটি চিকিৎসক দলের সহায়তায় ফাউন্ডেশনের পক্ষে চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহ রয়েছে নানাবিধ সুযোগ সুবিধা পেয়েছেঃ - বিনা মূল্যে চশমার পাওয়া পরীক্ষা, অসহায়, দুঃস্থ্য, মেহনতি, দরিদ্র রোগীদের চশমার ব্যবস্থা সহ চিকিৎসা বিনামূল্যে উপকরণ বিতরন, নেত্রনালী (টিউব সহ) অপারেশন, মাংস বৃদ্ধি (গ্রাফটিং) অপারেশন, নেত্রনালী (এস, পি. টি) পরীক্ষা, দুঃস্থ্য, হতদরিদ্র রোগীদের সম্পূর্ণ ব্যাথামুক্ত সেলাইবিহীন পদ্ধতিতে লেন্স সংযোজন ছানি অপারেশন সহ চোখের অন্যান্য চিকিৎসা।

 

 
Electronic Paper