ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রক্ত পরীক্ষা জানাবে মৃত্যুর ক্ষণ!

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯

জার্মানির বিজ্ঞানীরা রক্ত পরীক্ষার মাধ্যমে মানুষের মৃত্যুর এক ধরনের আগাম পূর্বাভাসের কথা জানিয়েছেন।

এই পরীক্ষায় আগামী ১০ বছরের মধ্যে কারও মৃত্যু ঝুঁকি আছে কিনা তা জানা যাবে। এ গবেষণার ফল শতকরা ৮০ ভাগ নির্ভুল বলেও দাবি বিজ্ঞানীদের।

ডেইলি মেইল জানায়, বিজ্ঞানীরা ৪৪ হাজার মানুষের ওপর এ পরীক্ষা চালিয়েছেন। তারা রক্তের ১৪টি বায়োমার্কার উদঘাটন করেছেন, যা মানুষের মৃত্যু ঝুঁকিকে প্রভাবিত করে।

একটি বায়োমার্কারের পরীক্ষায় দেখা গেছে, আগামী দুই থেকে ১৬ বছরের মধ্যে কোনো সময়টাতে একজন মানুষ মারা যাবে তা জানা যাবে এবং এটা ৮৩ ভাগ নিশ্চিত। তবে এটা প্রচলিত রক্ত পরীক্ষা, যেমন কোনো মানুষের শরীরে ইনফেকশন দেখা দিয়েছে তিনি যে রক্ত পরীক্ষার মাধ্যমে এটা নিশ্চিত হবেন, সে ধরনের রক্ত পরীক্ষার মতো এই পরীক্ষা এখনো চালু হয়নি।

বিজ্ঞানীদের আশা, চিকিৎসার জন্য একদিন এ রক্ত পরীক্ষা চালু হবে।

সাধারণত, রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করে কোনো ব্যক্তি আগামী বছরের মধ্যে মারা যাবে কি না, সে সম্পর্কে চিকিৎসকরা ধারণা করতে পারেন। কিন্তু ১০ বছর কিংবা তারও বেশি সময়ের মধ্যে মারা যাওয়ার বিষয়ে জানতে পারেন না।

জার্মানির অ্যাজিংয়ের বায়োলজির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ১৮ থেকে ১০৯ বছর বয়সী এক হাজারেরও বেশি মানুষের রক্ত পরীক্ষা করেছেন।

অংশগ্রহণকারীদের সবাই ইউরোপীয় বংশোদ্ভূত ছিলেন। তাদের ওপর মোট ১২টি পরীক্ষা চালানো হয়।

 
Electronic Paper