ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মাড়ি দিয়ে রক্ত পড়লে কী করবেন

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:১৩ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৮

মাড়ি দিয়ে রক্ত পড়লে বুঝতে হবে, আপনার মাড়ির রোগ রয়েছে কিংবা মাড়িতে রোগের উদ্ভব হতে পারে।

দাঁতে প্ল্যাক গঠনের কারণে মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। দাঁত তুলে ফেলার পর চোয়াল ভাঙলে কিংবা দুর্ঘটনাজনিত কারণে দাঁত পড়ে গেলে মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। মাড়ি দিয়ে রক্ত পড়া সমস্যাটি একটি মারাত্মক মেডিকেল অবস্থার উপসর্গ হতে পারে।

কারণ

মাড়ি দিয়ে রক্ত পড়ার প্রধান কারণ হলো মাড়ির লাইনে প্ল্যাক গঠন হওয়া। এতে মাড়িতে প্রদাহ হতে পারে, জিহ্বা মাড়ি ফুলে যেতে পারে।

মাড়ি দিয়ে রক্ত পড়ার অন্যান্য কারণের মধ্যে রয়েছে :

• রক্তপাতের যেকোনো অস্বাভাবিকতা

• জোরে জোরে দাঁত ব্রাশ করা

• গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন

• ঠিকমতো কৃত্রিম দাঁত না বসা

• ঠিকমতো ফ্লসিং না করা

• দাঁতে বা মাড়িতে ইনফেকশন

• লিউকোমিয়া, এক ধরনের রক্তের ক্যানসার

• স্কার্ভি, ভিটামিন সি-এর ঘাটতি

• রক্ত পাতলাকারী ওষুধ

• ভিটামিন কে-এর ঘাটতি

কী করবেন

• রোগীকে বসিয়ে মাথা আঘাতের দিকে নিচু করুন, যাতে রক্ত বেরিয়ে যেতে পারে।

• একটা পুরু প্যাড অথবা গজ বা পরিষ্কার কাপড় রাখুন। তবে সেটি রক্তপাতের গর্তে ঢোকাবেন না। প্যাডে পুরু হতে হবে।

• রোগী প্যাডটি আঙুলের সাহায্যে জায়গামতো ধরে ১০-২০ মিনিট পর প্যাড পরিবর্তন করবেন, যদি কখনো গর্ত থেকে রক্ত বের হতে থাকে।

• মুখ পরিষ্কার করবেন না, তাতে রক্ত জমাটের কাজে সমস্যা হতে পারে।

• পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে কোনো ধরনের গরম পানীয় খাবেন না।

কখন ডাক্তার দেখাবেন

• যদি রক্তপাত তীব্র হয় কিংবা দীর্ঘ সময় ধরে হতে থাকে।

•   চিকিৎসা করার পরও যদি আপনার মাড়ি থেকে অবিরাম রক্ত বের হতে থাকে।

•   রক্তপাতের সঙ্গে যদি অন্য উপসর্গ থাকে।

 
Electronic Paper