ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যে যুগান্তকারী আবিষ্কারে গায়েব হবে ক্যানসার!

খোলা কাগজ ডেস্ক
🕐 ৫:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৯

সময়ের সাথে সাথে ক্যানসারের চিকিৎসা ক্রমশ উন্নত হলেও, শরীর থেকে এই রোগের চিহ্ন সম্পূর্ণ ভাবে মুছে ফেলার কোনও উপায় ছিল না এতদিন। সুখবর হলো খুব শিগগিরই ক্যানসার সম্পূর্ণরূপে সারিয়ে ফেলা যাবে বলে দাবি করেছেন ইজরায়েলের এক দল বিজ্ঞানী।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বিজ্ঞানীরা দাবি করেছেন, এটিই প্রথম ক্যানসারের চিকিৎসা পদ্ধতি, যা সম্পূর্ণ ভাবে এই রোগকে সারিয়ে ফেলতে পারবে। অতএব এই চিকিৎসায় এই রোগ আর ফিরে আসার কোনও সুযোগ নেই।

ক্যানসার চিকিৎসায় এটি ইজরায়েলি বিজ্ঞানীদের এক নতুন উদ্ভাবনা। এই নতুন চিকিৎসা পদ্ধতি ইতিমধ্যেই ইঁদুরের উপরে পরীক্ষামূলক ভাবে ব্যবহার করে দেখেছেন ‘অ্যাকসেলরেটেড এভলিউশন বায়োটেকনোলজি’-র বিজ্ঞানীরা। এর ফলাফল দেখেই বিজ্ঞানীরা আশাবাদী যে, ২০২০ সালের মধ্যে এই চিকিৎসা পদ্ধতি মানুষের উপর ব্যবহার করা যাবে।

‘অ্যাকসেলরেটেড এভলিউশন বায়োটেকনোলজি’-র সিইও ইলান মোরাড জানিয়েছেন, এই চিকিৎসা পদ্ধতির নাম ‘মিউটাটো’- (মাল্টি টার্গেট টক্সিন)। এই চিকিৎসা পদ্ধতি ক্যানসার হওয়ার সম্ভাবনা কমাতেও সাহায্য করে।

ক্যানসারের সম্ভাবনা কমানোর জন্য কয়েকটি পরামর্শও দিয়েছেন ইজরায়েলের বিশেষজ্ঞরা—
• স্বাস্থ্যকর খাবার খাওয়া। ফাস্ট ফুড খাবার বন্ধ করা।
• শারীরিক ভাবে সচল থাকা। শরীরের ওজন ঠিক রাখা।
• ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা।
• অন্যের ব্যবহৃত সিরিঞ্জ দিয়ে ইনেজকশন দেওয়া। যৌনতায় সাবধানতা অবলম্বন না করা।
• নিয়মিত চিকিৎসার মধ্যে থাকা।

 
Electronic Paper