ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মেদ কমায় কাঁচামরিচ

স্বাস্থ্য কুশল ডেস্ক
🕐 ৩:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ০৭, ২০১৮

পুষ্টিগুণে অনন্য কাঁচামরিচ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বাল্টিমোরে বায়োফিজিক্যাল সোসাইটির ৫৯তম বার্ষিক সম্মেলনে প্রকাশিত এক গবেষণা রিপোর্টে একথা বলা হয়েছে। ইয়াওমিং ইউনিভার্সিটির গবেষকদের মতে, মেদবহুল মানুষের মেটাবলিজম বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে আনতে ক্যাপসিসিন খুবই কার্যকর হতে পারে। কাঁচামরিচে আছে ভিটামিন এ।

এই ভিটামিন হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সহায়তা করে। কাঁচামরিচ ছেলেদের প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমায়। প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় কাঁচামরিচ থেকে। শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মাড়ি ও চুলের সুরক্ষা করে এই ভিটামিন। কাঁচামরিচ খেলে স্নায়ুর বিভিন্ন সমস্যা কমে।

প্রতিদিনের খাবার তালিকায় অন্তত একটি করে কাঁচামরিচ রাখলে ত্বকে সহজে বলিরেখা পড়বে না, মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমার পাশাপাশি হৃদপিণ্ডের বিভিন্ন সমস্যা কমে যায়। ক্যালোরি বার্ন করে অতিরিক্ত মেদ কমায়। রক্তের কোলেস্টেরল কমায়।

 
Electronic Paper