ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জুন মাসে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক
🕐 ৮:৫৫ অপরাহ্ণ, জুলাই ০১, ২০২৩

জুন মাসে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সারা দেশে ২০২২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল। অথচ শুধু জুন মাসেই ৫ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, বর্ষাকাল চলছে, বৃষ্টির পানি জমে ডেঙ্গুর রোগবাহী এডিস মশা বিস্তারের সুযোগ আছে। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না গেলে চলতি মাসে ডেঙ্গু আক্রান্তর হার আরও বেড়ে যেতে পরে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, জুলাই মাসের প্রথম দিনেই সারাদেশে ২৭০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জুন মাসের ৩০ দিনে চলতি বছরের সর্বোচ্চ এবং গত ৫ মাসের তুলনায় প্রায় তিনগুণ বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

শনিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

অধিদপ্তরের তথ্য বলছে, জুন মাসে সারাদেশে সর্বমোট ৫ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ৩৪ জন। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারি মাসে ১৬৬ জন, মার্চ মাসে ১১১, এপ্রিল মাসে ১৪৩ এবং মে মাসে ১ হাজার ৩৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল। সবমিলিয়ে এ ৫ মাসে মোট ডেঙ্গু শনাক্ত হয়েছিল ২ হাজার ২২ জনের। এদিকে শুধু জুন মাসে দেশে ডেঙ্গু শনাক্ত হয় প্রায় ৬ হাজার জনের। সে হিসেবে বছরের প্রথম ৫ মাসের তুলনায় এক মাসেই (জুন) ডেঙ্গু শনাক্ত হয় প্রায় তিনগুণ।

জানা গেছে, রাজধানীর সরকারি হাসপাতালগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি ২৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ১২৩, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ৭৩ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ২৪ জন এবং শিশু হাসপাতালে ১৯ জনসহ সরকারি ২০টি হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি আছেন ৫৯৮ জন।

 
Electronic Paper