চিকিৎসা সেবায় ডাঃ মোঃ শফিকুল ইসলামের অনন্য উদ্যোগ
শিপার মাহমুদ
🕐 ৮:১২ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৩

নাড়ির টান ও জন্মভূমির প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে এলাকাবাসীর জন্য এক অনন্য সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারী বিভাগের প্রফেসর ডাঃ মোঃ শফিকুল ইসলাম।
বলা যায়, ব্যস্ততার গ্লানি কাটাতেই যেন তার এমন ব্যতিক্রমী উদ্যোগ। নিজ জেলার সিরাজগঞ্জে নানান সামাজিক উন্নয়নমূলক কাজের পাশাপাশি দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিজ খরচে প্রতিমাসে বরাদ্ধ করেছেন ৩ থেকে ৪টি বাস। আর এই বাসে করে এলাকার রোগীরা ঢাকায় এসে নিচ্ছেন ফ্রিতে চিকিৎসা।
জানা যায়, স্ট্রোক নিউরোসার্জন প্রফেসর ডাঃ মোঃ শফিকুল ইসলাম করোনার আগে নিজ জেলা সিরাজগঞ্জ চেম্বারে বসে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতেন। করোনার প্রাদুর্ভাব দেখা দিলে সেই চেম্বারে আর রোগী দেখার সুযোগ হয়ে উঠেনি। ফলে এলাকার দুঃস্থ ও অসহায় রোগীরা চিকিৎসা নিতে নানা সমস্যা দেখা দেয়। তাদের এই সমস্যা কথা বিবেচনা করেই রাজধানী উত্তরায় হাই কেয়ার হাসপাতালে প্রত্যেক মাসের শেষ শুক্রবার এখন নিয়মিত রোগী দেখছেন তিনি।
এদিকে ডাঃ মোঃ শফিকুল ইসলামের এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।
প্রফেসর ডাঃ মোঃ শফিকুল ইসলাম ভাষ্য, নাড়ির টান ও এলাকারবাসীর প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই মূলত তিনি এমন কার্যক্রম পরিচালনা করছেন। ভবিষ্যতে এই চিকিৎসা সেবার পরিধি আরো বাড়বে বলেও প্রত্যাশা করছেন মানবিক চিকিৎসক প্রফেসর ডাঃ মোঃ শফিকুল ইসলাম।
এ বিভাগের অন্যান্য সংবাদ
