ঢাকা, রবিবার, ১ অক্টোবর ২০২৩ | ১৬ আশ্বিন ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আবারও করোনায় আক্রান্ত আইসিটি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
🕐 ২:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩

আবারও করোনায় আক্রান্ত আইসিটি প্রতিমন্ত্রী

ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে আইসিটি প্রতিমন্ত্রী লিখেছেন, ‘সোমবার মন্ত্রিপরিষদ সভা থাকায় রোববার করোনার নমুনা পরীক্ষা করেছিলাম। নমুনা পরীক্ষায় আমার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। বর্তমানে আমি বাসায় আইসোলেশনে আছি।’

 

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার সকাল ৭টার ৪৪ মিনিটে প্রতিমন্ত্রী নিজেই তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।

ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে আইসিটি প্রতিমন্ত্রী লিখেছেন, ‘সোমবার মন্ত্রিপরিষদ সভা থাকায় রোববার করোনার নমুনা পরীক্ষা করেছিলাম। নমুনা পরীক্ষায় আমার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। বর্তমানে আমি বাসায় আইসোলেশনে আছি।’

তিনি আরও লিখেছেন, ‘গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এর আগে গত বছরের ৯ জানুয়ারি আইসিটি প্রতিমন্ত্রী ও তার দুই ছেলে করোনায় আক্রান্ত হয়েছিলেন।

 
Electronic Paper