ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যে উপসর্গগুলোতে বুঝবেন অজান্তেই বাড়ছে কিডনির সমস্যা

স্বাস্থ্য কুশল ডেস্ক
🕐 ৩:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ০৭, ২০২৩

যে উপসর্গগুলোতে বুঝবেন অজান্তেই বাড়ছে কিডনির সমস্যা

কিডনি রক্ত পরিশোধন করে এবং শরীর থেকে অতিরিক্ত তরল নির্মূল করে। কিন্তু যখন আপনার কিডনি ঠিকমতো কাজ করে না, তখন আপনার শরীরে বেশ কিছু লক্ষণ দেখা দেয়। এখানে লক্ষণগুলি রয়েছে যা আপনার দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির সংকেত দেয়।

 

যেমন-

> ক্লান্ত লাগে সারাদিন ধরে? তাহলে আর দেরি না করে সত্তর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন৷ কিডনির কার্যকারিতা কমে যাওয়ার ফলে রক্তে টক্সিন জমা হতে পারে। এর ফলে মানুষ ক্লান্ত এবং দুর্বল বোধ করতে পারে।

> আপনার ত্বক শুষ্ক এবং রুক্ষ্ম লাগছে খুব? কিডনি রক্তের অতিরিক্ত তরল নির্মূল করে৷ কিডনি খারাপ হলে রক্তের খনিজের পরিমাণ সঠিক থাকে না আর, ফলে ত্বকে বিভিন্ন চুলকানি দেখা দেয়৷

> আপনার প্রস্রাবে রক্ত দেখলে একদম দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

> শীতকালেও পায়ের তলা ঘেমে যায়? তাহলে আপনার কিডনির সমস্যা হতেই পারে।

সূত্র: নিউজ এইটিন

 
Electronic Paper