ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যে চা পানে ওজন কমবে ৭ দিনে

ডেস্ক নিউজ
🕐 ১১:৩৬ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২২

যে চা পানে ওজন কমবে ৭ দিনে

বাড়তি ওজনের ফলে দেখতে খারাপ লাগে তা নয়, সঙ্গে যুক্ত হয় একাধিক সমস্যাও। এরমধ্যে রয়েছে ব্লাড প্রেসার, কোলেস্টেরল, সুগারসহ আরও অনেক সমস্যা। এর জন্য দায়ী আমাদের জীবনযাত্রা। তবে ওজন কমানোর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতেই হবে।

প্রত্যেক মানুষের শরীরের গঠন আলাদা, শরীরের উপর নির্ভর করে মেটাবোলিজম। তাই ডায়েট চার্টও হয় আলাদা। ওজন কমবে তখনই যখন মেটাবোলিজম ঠিক থাকবে। এর জন্য সঠিক ব্রেকফাস্ট এবং নিজেকে হাইড্রেটেড রাখা জরুরি। আর এই কাজটিই করতে পারে মৌরি বীজের চা। আরও পড়ুন : ঘুমিয়ে ওজন কমানোর ৫ উপায়

ডিটক্সিফিকেশনের জন্য খুব ভালো কাজ করে মৌরি বীজের চা। এছাড়াও ফ্রেশনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মৌরির। রান্নায় ফোড়ন হিসেবে ব্যবহারও করা যায়। সতেজ সবুজ মৌরির রয়েছে নিজস্ব মিষ্টি স্বাদ। যা আমাদের মেটাবোলিজম বাড়িয়ে দেয়। যে কারণে মেটাবোলিজমের পাওয়ার হাউস বলা হয় মৌরিকে।

এই চা ভারী খাবারের শেষে খেলে তা কাজ করে ফ্যাট কাটার হিসেবে। অন্ত্র পরিষ্কার রাখতেও ভূমিকা রয়েছে এই মৌরির। রোজ মৌরি ভেজানো পানি খেতে পারলে দূর হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা। তাই সারারাত এক গ্লাস পানিতে এক চামচ মৌরি বীজ ভিজিয়ে রাখুন। পরদিন সকালে তা ছেঁকে নিয়ে লেবুর রস মিশিয়ে খান। এতে মেটাবোলিজম বাড়বে পেট থাকবে পরিষ্কারও-বলছেন পুষ্টিবিদরা। আরও পড়ুন : খালি পেটে রসুন খেলে কি ওজন কমে?

মৌরি বীজ আমাদের আরও সাহায্য করে। সেই সঙ্গে ভাল ডিটক্সিফিকেশন হয়, যেখান থেকে মেটাবোলিজম ক্রিয়া বাড়ে। খাবার থেকে যে পরিমাণ শক্তি কোষ অর্জন করে তাই কাজে লাগে ডিটক্সিফিকেশনের ফলে। যে কারণে ঘাম হয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূরে থাকে। আর ওজনও কমে।

যে ভাবে বানাবেন এই লেবু-মৌরির চা

১। জল-১ কাপ লেবু- অর্ধেকটা মৌরি বীজ- হাফ চামচ মধু- ১ চামচ

২। একটি প্যানে পানি বসিয়ে মৌরি দিন। কাঁচা মৌরি ব্যবহার করতে পারলেই ভাল। এবার তা ছেঁকে নিয়ে গ্লাসে ঢেলে লেবু আর মধু মিশিয়ে পরিবেশন করুন। এতে বাড়বে মেটাবোলিজম, কমবে স্ট্রেস।

প্রতিদিন সকালে খালিপেটে খেতে পারলে ভালো। নইলে মর্নিং ওয়াক থেকে ফিরে খান এই বিশেষ চা। এতে শরীরের অতিরিক্ত ক্যালোরি পুড়বে। সেই সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ওজনও কমবে।

 
Electronic Paper