ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শাটল ট্রেনের ক্যাম্পাস

রুমান হাফিজ
🕐 ১:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৮

শহরের কোলাহল আর যান্ত্রিকতা থেকে দূরে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন প্রকৃতি আর মানব প্রাণের মিলনস্থল। সবুজ বৃক্ষসারির ওপর উড়ন্ত বিচিত্র রঙের হরেক রকম পাখি, সবুজ পাহাড়ের কোলে থাকা হরিণ, অজগর কিংবা বিচিত্র রকমের দুর্লভ প্রাণীর জীবন্ত জাদুঘর চবি ক্যাম্পাস।

মূল ফটক থেকে সিএনজিতে চড়ে কিছুদূর এগোতেই সামনে একটি গোলাকৃতির চত্বর, যার আকৃতি ও নাম দুটি প্রায় একই রকম। এখানে দাঁড়িয়ে কিছুদূর তাকালেই মনে হয় সবুজের ছোঁয়া যেন হাতছানি দিয়ে ডাকছে। দুপাশে খাড়া ওপরে উঠে গেছে পাহাড়ের দেয়াল এবং মাঝখানে সরু পিচঢালা রাজপথ যার নাম কাটা পাহাড়। একটু পরপর যাত্রী ছাউনি এবং পাহাড়ের উঁচু উঁচু টিলাতে নানা প্রজাতির বন্যপ্রাণী এবং মায়া হরিণের লুকোচুরি দর্শনার্থীদের মুহূর্তের মধ্যেই নজর কেড়ে নিতে সক্ষম।

কাটা পাহাড় দিয়ে হাঁটলেই চোখে পড়বে নান্দনিক নকশায় গড়া বাণিজ্য ভবন এবং সামনের দিকে একে একে শহীদ মিনার, মুক্তমঞ্চ, বুদ্ধিজীবী চত্বর, আইটি ভবন, গ্রন্থাগার, কলা অনুষদ, জারুলতলা, চাকসু এবং জনপ্রিয় কলা অনুষদের ঝুপড়ি। ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। ভর্তি পরীক্ষা আগামী ২৭-৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

চবিতে ভর্তিচ্ছুদের প্রতি লোক প্রশাসন বিভাগের আরিফুজ্জামানের পরামর্শ হচ্ছে- পড়া বিষয়গুলো বারবার রিভাইজ দাও, প্রতিদিন ৭-৮ ঘণ্টা করে রিভাইজ দাও। এর ফলে পরীক্ষার হলে কনফিউশন থাকবে না, কোনো প্রশ্নের উওর নিয়ে। বেশি বেশি মডেল টেস্ট দাও, মডেল টেস্টগুলো দিলে তোমাদের প্রিপারেশনটা কেমন হয়েছে সেটা বুঝতে পারবে সঙ্গে পরীক্ষাভীতিটা দূর হবে। আর একটা পরামর্শ দেব তোমাদের, পরীক্ষায় যে প্রশ্নের উওরগুলো শতভাগ জানা আছে সেগুলো প্রথমে উত্তর করে ফেলবে, যেগুলো ৭০-৮০ ভাগ নিশ্চিত সেগুলোও পরে উত্তর করে ফেলবে। আর ভর্তি পরীক্ষায় ১ নম্বরও অনেক মূল্যবান। আবার আমার এই পরামর্শ শুনে, সব উত্তর করে ফেলো না। কেননা নেগেটিভ নম্বর রয়েছে, প্রতি ভুল উওরের জন্য ০.২৫ কাটা হবে।

আইন বিভাগের শিক্ষার্থী নূর-ই-জান্নাতের মতে, ‘জীবনে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এর অন্যতম। তবে আশানুরূপ ফলাফল না হলে হতাশার কিছু নেই, নিজের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যেতে হবে। সফলতা আসবেই। ঠিক করে নিতে হবে আমি কি পড়তে চাই, কোথায় পড়তে চাই। একাডেমিক রেজাল্ট আর আত্মবিশ্বাসের জায়গা থেকে ঠিক করতে হবে পছন্দের বিষয়। যেমন- আইন, ইঞ্জিনিয়ারিং, বিজনেস, বিজ্ঞান, জীবজগৎ, ইতিহাস, দর্শন, অর্থনীতি, রাজনীতি, মৎস্য বিজ্ঞান, ভেটেরিনারি, চারুকলা কিংবা অন্য যে কোনো বিষয়। লক্ষ্যকে ঠিক রেখে এগিয়ে যেতে হবে। আমাদের ক্যাম্পাসে আগত নবীনদের অগ্রিম স্বাগতম।’

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাফায়াত সিদ্দিকীর পরামর্শ হচ্ছে, ভর্তি পরীক্ষা নিয়ে কোনোভাবেই উৎকণ্ঠিত হওয়া যাবে না। পরীক্ষার হলে সময়মতো উপস্থিত হতে হবে। কোনো কোনো সাবজেক্ট থেকে উত্তর করবে সেটা আগেই সিদ্ধান্ত নিয়ে রাখতে হবে। মাথা ঠাণ্ডা রেখে পরীক্ষা দেওয়া খুবই জরুরি।

বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান অভয় দিয়ে বলছিলেন, ‘শেষ মুহূর্তে চবিতে ভর্তিচ্ছুদের প্রতি পরামর্শ থাকবে আগের পড়াগুলো আরেকবার ঝালিয়ে নাও। ইংরেজিটার প্রতি আরেকটু মনোযোগী হও। সব প্রশ্নের উত্তর না করে সঠিকটা দাগানোর চেষ্টা করবে। আর আগের পরীক্ষার ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এই পরীক্ষায় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা কর। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো। বিজয় তোমার আসবেই।’

বিশ্বের একমাত্র শাটল ট্রেনের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ১৯৮১ সালে চালু হয়ে এখনো শিক্ষার্থীদের নিত্যসঙ্গী হিসেবে চলমান আছে গর্বের শাটল ট্রেন। পাহাড়ি পথ ধরে সবুজ পথ মাড়িয়ে এগিয়ে চলা শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়কে দিয়েছে এক ভিন্নমাত্রা। শহর থেকে ২২ কিলোমিটার দূরের রাস্তায় ১০-১৫ হাজার শিক্ষার্থীর যাতায়াতের মাধ্যম হলো শাটল ট্রেন। শাটল নিজেই একটি বাদ্যযন্ত্রের সংমিশ্রণ যেখানে অবিরত ড্রাম বাজিয়ে ছন্দের তালে তালে পাড়ি জমায় শিক্ষার্থীরা। এবার নবীনদের পালা। স্বাগতম শাটলের ক্যাম্পাসে..।

 
Electronic Paper