ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অবসরের বন্ধু বই

সালেহা খাতুন বৃষ্টি
🕐 ৩:১৭ অপরাহ্ণ, জুন ০৬, ২০২১

অবসরের বন্ধু বই

করোনায় অনেকেই অবসর সময় পার করছেন। এই সময়ে শুধু শিক্ষার্থীদেরই নয়, আমাদের সকলেরই বইপড়া দরকার। কেননা বই শুধু মনের অন্ধকারই দূর করে না, সমৃদ্ধ করে জ্ঞানের ভা-ার। আমাদের বই পড়তেই হবে। কেননা বইপড়া ছাড়া যেমন সাহিত্যচর্চার উপায়ন্তর নেই, তেমনি জ্ঞানের ভা-ার সমৃদ্ধির জন্য প্রয়োজন বইপড়া। বইপড়া থেকে আনন্দ, বুদ্ধি ও সক্ষমতা অর্জিত হয়। বই পড়তে হয় একাকী এবং তাতে অবসর ভরে ওঠে নির্মল আনন্দে, বুদ্ধি আসে বইয়ের কথামালা থেকে, আর সক্ষমতা আসে গ্রন্থগত বিদ্যার সঙ্গে বিষয়বুদ্ধির সংশ্লেষে।

একজন বিশেষজ্ঞ খুঁটিনাটি বিষয় ভালোভাবে বিচার-বিশ্লেষণ করতে পারেন। তিনি তথ্য ও তত্ত্বে পারঙ্গম। তবে বইপড়ায় অত্যধিক সময় ব্যয় করলে শরীর-মনে আলসেমি ভর করতে পারে। বুদ্ধিবৃত্তিক কর্মে মাত্রাতিরিক্ত ব্যাপৃত হলে মেকিত্ব তৈরি হতে পারে এবং অতিমাত্রায় নিয়মচর্চা হাস্যকর পাণ্ডিত্যে পর্যবসিত হতে পারে।

পাঠাভ্যাস মানবপ্রকৃতিকে নিখুঁত করে এবং তা আবার অভিজ্ঞতার দ্বারা নিকষিত হয়। প্রাকৃতিক দক্ষতা হলো উদ্ভিদের মতো, কেটেছেঁটে যতœ নিতে হয়। বই সেই পরিচর্যার কাজটি করে।

মনীষীদের মতে নিচের দশটি কারণে প্রতিটি মানুষেরই নিয়মিত বইপড়া দরকার-
১) মানসিক উদ্দীপনা বাড়াতে : স্থবির মনের উদ্দীপনা বাড়াতে বইয়ের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না।
২) স্ট্রেস কমানো : খুবই মানসিক চিন্তায় আছেন। সুন্দর একটি বইপড়া শুরু করুন। দেখবেন অবসাদ কমে যাচ্ছে।
৩) জ্ঞান বাড়াতে : কথা একটাই, বই হলো জ্ঞানের ভা-ার।
৪) শব্দভা-ার বিস্তার : একমাত্র বইপড়ার মাধ্যমেই আপনি নতুন শব্দভা-ারে নিজেকে সমৃদ্ধ করতে পারেন।
৫) স্মৃতি উন্নয়ন : বই আপনার স্মরণশক্তি বাড়াতে দারুণ এক কার্যকর ভূমিকা রাখে।
৬) বিশ্লেষণাত্মক চিন্তার দক্ষতা: বইপড়ার মাধ্যমে আপনার যেকোনো একটা বিষয়ে বিশ্লেষণ করার ক্ষমতা অথবা দক্ষতা বৃদ্ধি পায়।
৭) চিন্তার উৎকর্ষতা : শুধু যে আপনি ভালো বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করবেন তা না। ভালো বই পাঠ চিন্তার উৎকর্ষতা বাড়াতে সাহায্য করে।
৮) ভালো লেখার ক্ষমতা: বই পড়লে শুদ্ধ করে, সুন্দর শব্দ চয়নে লিখার ক্ষমতা বৃদ্ধি পায়।
৯) প্রশান্তি : মানসিক প্রশান্তি বাড়াতে বইয়ের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না।
১০) বিনোদন : নির্জনতায় নিজের মতো করে শব্দহীন বিনোদন চান। নিজের মাঝে নির্মল পরিবেশের সুন্দর একটি আবহ তৈরি করতে চান। তাহলে বই পড়ুন।
বই সম্বন্ধে কয়েকজন মনীষীর উক্তি
১. স্পিনোজা বলেন : ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে।
২. দেকার্তে বলেন : ভালো বইপড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সঙ্গে কথা বলা ।
৩. ইউরোপ কাঁপানো নেপোলিয়ান বলেন: অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল ।
৪. জন মেকলে বলেন : প্রচুর বই নিয়ে গরিব হয়ে চিলোকোঠায় বসবাস করব তবু এমন রাজা হতে চাই না যে বই পড়তে ভালোবাসে না।
৫. নর্মান মেলর বলেন : আমি চাই যে বই পাঠরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়।
৬. রবীন্দ্রনাথ বলেন : বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো।
৭. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ বলেন : জীবনে তিনটি জিনিসের প্রয়োজন- বই, বই এবং বই।
৮. হুমায়ুন আজাদ বলেন : প্রতিটি দগ্ধ গ্রন্থ সভ্যতাকে নতুন আলো দেয়।

 
Electronic Paper