ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ক্যাম্পাস ফিচার লেখকদের আড্ডা

আলী ইউনুস হৃদয়
🕐 ৫:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৮

তারা সবাই গল্প লেখেন। গল্পেরও যে জীবন থাকে সে গল্প নির্মাণের চেষ্টা করেন। দৈনন্দিন সংবাদের ভিড়ে যখন পাঠক নুন সংবাদের গল্প খুঁজতে উন্মুখ হয়ে থাকেন। ঠিক তখনই এ ফিচার লেখকরা গল্প তুলে ধরার কাজে নেমে পড়েন। তুলে আনেন ঘটনার জীবন্ত সংলাপ কিংবা পেছনের গল্প।

গত ২১ সেপ্টেম্বর শুক্রবার সেই ফিচার লেখকদের অংশগ্রহণে ঢাকার ধানমন্ডিতে ‘ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ’র  অডিটোরিয়ামে ‘লেখার গল্প, গল্পের লেখা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়ে গেল দেশের প্রথম ‘ফিচার লেখক সম্মেলন-২০১৮।’
এদিন সকাল ১০টায় ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, স্টেট বিশ্ববিদ্যালয়, গণবিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক ফিচার লেখক একই সুতোয় বাধা পড়েছিল।
দিনব্যাপী আয়োজনের সকাল থেকেই দূর-দূরান্ত থেকে আগত লেখকরা নাম নিবন্ধনের মাধ্যমে অডিটোরিয়ামে আসন গ্রহণ করেন। এরপর মঞ্চে এসে আয়োজনের আনুষ্ঠানিক পর্ব শুরু করেন ফিচার লেখক সম্মেলনের কো-অর্ডিনেটর মুতাসিম বিল্লাহ্ নাসির। একে একে ফিচার লেখক হয়ে ওঠার গল্প বলার জন্য কয়েকজনকে মঞ্চে ডেকে নিলেন।
ফিচার লেখক হয়ে ওঠার গল্পে তারা বললেন, ‘প্রথমে অনলাইন মাধ্যমে ফিচার লিখে ক্যাম্পাসে পরিচিত হই। ধীরে ধীরে জাতীয় দৈনিকে লেখার মধ্য দিয়ে ফিচার লেখক হওয়ার পরিচয় পূর্ণতা অর্জন করে। আমাদের এ আয়োজন দেশের সব ফিচার লেখকদের একটি প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছে।
আগামী দিনেও ফিচার লেখকদের মধ্যকার মেলবন্ধন ধরে রাখতে এ আয়োজন অব্যাহত রাখতে হবে।’

 
Electronic Paper