ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

একেএম রহমত উল্লাহ কলেজের নতুন ভবন নির্মাণকাজ উদ্বোধন

প্রিয় ক্যাম্পাস ডেস্ক
🕐 ১:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১

একেএম রহমত উল্লাহ কলেজের নতুন ভবন নির্মাণকাজ উদ্বোধন

একেএম রহমত উল্লাহ কলেজের নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২নং ওয়ার্ডে (বেরাইদ) বুধবার ক্যাম্পাসে ছয়তলা ভবন নির্মাণকাজের সূচনা করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও এফবি ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেদায়েত উল্লাহ রন।

সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহম্মেদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁঞা, বেরাইদ গণপাঠাগার সভাপতি গ্রন্থসুহৃদ এমদাদ হোসেন ভূঁইয়া, বেরাইদ মুসলিম হাইস্কুলের সভাপতি নুরুল হক, এমটিবি বেরাইদ উপশাখার ব্যবস্থাপক হাসিদুর রহমান সবুজ, প্রকৌশলী হাসান তারেক, ঠিকাদার আমির হোসেন মোল্লা এবং শিক্ষক, অভিভাবক, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য একেএম রহমত উল্লাহ ১৯৯৫ সালে নিজস্ব জমির ওপর ব্যক্তিগত অর্থায়নে এই কলেজ প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে কলেজটি এমপিওভুক্ত হয়। বর্তমানে এই কলেজে চার হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। স্নাতক পর্যন্ত বিনা বেতনে লেখাপড়া সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তি

 
Electronic Paper