ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রকৃতিতে বসন্ত

সিদরাতুল মুনতাহা
🕐 ১:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১

প্রকৃতিতে বসন্ত

ফাল্গুনের হাত ধরে আগমন ঘটছে বসন্তের। ইতিহাস অনুযায়ী, ১৫৮৫ সালে মোগল সম্রাট আকবর ১৪টি উৎসবের প্রবর্তন করেছিলেন। এর মধ্যে ‘বসন্ত উৎসব’ অন্যতম। অর্থাৎ ১৪০১ বঙ্গাব্দে বসন্ত উৎসব উদযাপনের রীতি চালু হয়। তারপর থেকেই বাঙালি প্রতিবছর বিভিন্ন উৎসব আয়োজনের মাধ্যমে বরণ করে নেয় ঋতুরাজ বসন্তকে। বসন্তকে ঋতুরাজ বলা হয়, কেননা বসন্ত প্রকৃতিকে এক নতুন সাজে সাজিয়ে তোলে। গাছে গাছে আসে নতুন পাতা, শোনা যায় কোকিলের কুহুকুহু গান, চারদিকে থাকে শিমুল-পলাশের মতো বিভিন্ন ফুলের সমাহার, দখিনা দুয়ার খুলে বইতে থাকে ফাল্গুনী হাওয়া। শীতের রুক্ষতা কাটিয়ে এই বসন্তের আগমনের মাধ্যমেই নতুন করে প্রাণ ফিরে আসে প্রকৃতিতে, রঙিন হয়ে উঠে সবকিছু। সেই সঙ্গে রঙিন হয়ে উঠে মানুষের হৃদয়, তরুণ সমাজ মেতে উঠে উৎসবে।

বসন্তের রূপ-লাবণ্য-রসে সেজে উঠে সমগ্র বাঙালি, নিজেদের রাঙিয়ে তোলে বাসন্তী রঙে। শুরু হয় বিভিন্ন আনন্দ উৎসব। আবার এই বসন্ত একদিক দিয়ে যেমন আনন্দের, অন্যদিক দিয়ে তেমন বেদনারও। এই বসন্ত নিয়ে আসে অমর একুশে ফেব্রুয়ারির আগমনী বার্তা। বাঙালি জাতিকে মনে করিয়ে দেয় ভাষা শহীদদের রক্তের ইতিহাস। মনে করিয়ে দেয় মুক্তিযুদ্ধের ইতিহাস কেননা এই সময় থেকেই শুরু হয়েছিল দেশ স্বাধীন করার প্রাণপণ লড়াই। সবকিছু মিলে বসন্ত আছে বাঙালির মনের অনেকখানি জায়গাজুড়ে।

 
Electronic Paper