ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিদেশে উচ্চশিক্ষা

সালেহা খাতুন বৃষ্টি
🕐 ১:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১

বিদেশে উচ্চশিক্ষা

বৃৃত্তি নিয়ে দেশের বাইরে পড়তে যান অনেকেই। চেষ্টা করলে আপনিও এ সুযোগ পেয়ে যেতে পারেন। বিশ্বের অনেক দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করে থাকে। আন্ডার গ্র্যাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে এ বৃত্তি দেওয়া হয়। এ সব বৃত্তির খোঁজখবর নিয়ে লিখেছেন সালেহা খাতুন বৃষ্টি।

কমনওয়েলথ বৃত্তি
যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে মাস্টার্সে পড়াশোনা করার সুযোগ করে দেয় কমনওয়েলথ বৃত্তি। মাস্টার্সের জন্য কমনওয়েলথের এই বৃত্তির যাবতীয় অর্থ দেয় ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) নামের একটি প্রতিষ্ঠান। ২০২১ সালের জন্য কমনওয়েলথ বৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিটি দেশের জন্য আলাদা মনোনীত প্রতিষ্ঠান আছে। প্রতিবছর ২০০ জনের বেশি মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের এ বৃত্তিটি। কমনওয়েলথ বৃত্তির জন্য কোনো আবেদন ফি নেই। মাস্টার্সের জন্য একবছর এবং পিএইচডির জন্য তিন বছরের কমনওয়েলথ বৃত্তি দেওয়া হয়। কমনওয়েলথভুক্ত ৫৪ দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারেন। আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত এ বৃত্তির জন্য আবেদন করা যাবে। কমনওয়েলথ বৃত্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে https://opportunitydesk.info/commonwealth-scholarship-uk/

কাতারের হাম্মাদ বিন খলিফা ইউনিভার্সিটি স্কলারশিপ
বিশে^র যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারেন। এ বছরে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য আবেদন করা যাবে দোহায় অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ে। এ বৃত্তির জন্য আইএলটিএস বা টোফেল লাগবে না। হাম্মাদ বিন খলিফা ইউনিভার্সিটির বৃত্তির জন্য বিশে^র অন্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে কাতারের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ বছরের ১ ফেব্রুয়ারির মধ্যে এ বৃত্তির জন্য আবেদন করতে হবে। তবে কাতারের শিক্ষার্থীরা আবেদনের জন্য আরও কিছুদিন সময় পাবেন। হাম্মাদ বিন খলিফা ইউনিভার্সিটি স্কলারশিপের বিস্তারিত পাওয়া যাবে এ লিংকে https://opportunitydesk.info/hammad-bin-khalifa-university/ 

ইসলামিক ডেভেলপমেন্ট উন্নয়ন ব্যাংক স্কলারশিপ
প্রায় সব বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি প্রোগ্রামে বৃত্তি দেয় আইডিবিএস। আইডিবিএস বৃত্তিটি নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্যই ডিজাইন করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ বৃত্তির জন্য আবেদন করা যাবে। মুসলিম বিশে^র ৫৭টি দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে এ বৃত্তির জন্য।
ইসলামিক ডেভেলপমেন্ট উন্নয়ন ব্যাংক স্কলারশিপের বিস্তারিত পাওয়া যাবে https://opportunitydesk.info/islamic-development-bank-scholarship-for-students/  এ লিংকে।

যুক্তরাজ্যের ক্যামব্রিজ গেটস স্কলারশিপ
যুক্তরাজ্যর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় নানা বৃত্তি দেয়। এ বছরের জন্য বিশ্বের অন্যতম এই প্রাচীন বিশ্ববিদ্যালয়টি দিচ্ছে গেটস ক্যামব্রিজ বিশ^বিদ্যালয় স্কলারশিপ। বিল ও মেলিন্দা গেটস ফাউন্ডেশন এ বৃত্তির জন্য অর্থায়ন করে থাকে। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্দার নামে গঠিত ফাউন্ডেশনের অর্থে এ বৃত্তি পান বিশ্বেরর বিভিন্ন বিদেশি শিক্ষার্থীরা। ডিপ্লোমা, মাস্টার্স ও পিএইচডির জন্য এ বৃত্তি দেওয়া হয়। এ মাসের শেষ দিন পর্যন্ত এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা।
এ স্কলারশিপের বিস্তারিত তথ্য পাওয়া যাবে https://opportunitydesk.info/gates-cambridge-scholarship-2 এ লিংকে।

আজারবাইজান সরকারের বৃত্তি
যেকোনো বিষয়ে পডুয়ারা বিদেশি শিক্ষার্থীরা আজারবাইজান সরকারের এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ওআইসিভুক্ত এবং ন্যামভুক্ত দেশগুলোর শিক্ষার্থী আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করতে পারবেন। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ বৃত্তির জন্য আবেদন করা যাবে। আইইএলটিএস ও টোফেল লাগবে না আজারবাইজান সরকারের এ বৃত্তির আবেদনে। লিংক https://opportunitydesk.info/azerbaijan-government-scholarship/ 

 
Electronic Paper