ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গৌরবের ২৩ বছরে গবি

রাকিবুল হাসান
🕐 ১২:২৪ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

গণ বিশ্ববিদ্যালয় (গবি) নিম্নমধ্যবিত্তের বিদ্যাপীঠ। ১৯৯৮ সালের ১৪ জুলাই প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি ২৩ বছরে পদার্পণ করেছে। সাভার স্মৃতিসৌধের কোল ঘেঁষে গড়ে ওঠা গণ বিশ্ববিদ্যালয় এক ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জাতি গঠন, নিম্ন আয়ের মানুষের উন্নতি ও নারী সমাজকে যথাযথ মূল্যায়নের লক্ষ্যে মনোরম পরিবেশে শিক্ষাক্রম শুরু করে বিশ্ববিদ্যালয়টি। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ২৩ বছর বেশি সময় নয়। কিন্তু এই অল্প সময়েই বেশ সুনাম ও খ্যাতি অর্জনে সক্ষম হয়েছে সাভারের বিদ্যাপীঠটি।

করোনাকালীন সময়ে ড. বিজন কুমার শীল করোনাভাইরাস পরীক্ষার কিট প্রস্তুত করেন এ বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের পরীক্ষাগারে। মানুষের সঙ্গে কথা বলা, বিভিন্ন জটিল প্রশ্নের উত্তর দেওয়া, ভার্চুয়াল কাজে সহযোগিতা করাসহ বিভিন্ন সুবিধা সংবলিত রোবট তৈরি করেছে এখানকার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা। গবেষণা ও সৃজনশীল কাজের দক্ষতায় এগিয়ে নব্বই দশকের এ বিদ্যাপীঠের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শরীর চর্চা ও খেলাধুলায় সেরা বিশ্ববিদ্যালয় গবি। প্রসঙ্গত, দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে আয়োজন করা হয়-বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প ২০১৯। সারা দেশ থেকে ৬৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে ছেলে ও মেয়েদের চারটি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক পায় গণ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের খেলোয়াড় ছন্দা রানী সরকার ও জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন এখানকার সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের ছাত্রী।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সাংবাদিক সমিতি প্রতিষ্ঠা হয়েছে এখানে। শুধু তাই নয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একমাত্র এ বিশ্ববিদ্যালয়েই রয়েছে নির্বাচিত কেন্দ্রীয় ছাত্র সংসদ। গণবিশ্ববিদ্যালয়ই প্রথম নিরিবিলি পরিবেশে নিজস্ব ক্যাম্পাস নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে। এ ক্যাম্পাসে ঢুকতে চোখে পড়বে সুবিশাল দুইটি খেলার মাঠ। পাশে রয়েছে ৬ তলা একাডেমিক ভবন ও দুইটি প্রশাসনিক ভবন।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আদলে বানানো হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়। রয়েছ ছাত্র সংসদ, সাংবাদিক সমিতি, ডিবেটিং সোসাইটি, ভর্তি অফিস, ব্যাংক, তেল পাম্প ইত্যাদি। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য রয়েছে বিশাল গ্রন্থাগার। পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের শরীর ও মন সতেজ রাখতে নির্মাণ করেছে দৃষ্টিনন্দন ব্যায়ামাগার।

এখানে রয়েছে শিশুদের জন্য আলাদা করিডর, বিশ্রামাগার ও খেলাধুলার কক্ষ। এ ক্যাম্পাসটি দেখে যে কারো মন ভরে উঠবে। শরতে পার্কিং জোনের কোল ঘেঁষে কাশফুলের মিছিল মনে এনে দেয় প্রশান্তি। বর্ষায় বাদাম তলার আড্ডা আর সন্ধ্যা পর্যন্ত খুনসুটিতে মেতে থাকে গোটা ক্যাম্পাস প্রাঙ্গণ।

পিঠাপুলির দোকান বছরজুড়ে শিক্ষার্থীদের প্রিয় ঠিকানা। সবুজ ছাউনি নিচে ক্যান্টিনে খানাপিনা, আড্ডা ও হৈ-হুল্লোড় লেগেই থাকে দিনভর। ট্রান্সপোর্ট চত্বর যেন উৎসব উদযাপনের প্রাণকেন্দ্র। হিটলার চত্বরের ঝালমুড়ি, ভেলপুরী ও টক ঝাল মিষ্টির কাঁচা কলার ভর্তা খেতে খেতে আপনি হয়তো ভুলেই যাবেন এটি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। টেনিস কোর্ট, বাস্কেটবল ও জলাধার ঘিরে রাত পর্যন্ত থাকে শিক্ষার্থীদের আনাগোনা। সব মিলিয়ে এ যেন স্বপ্নের বিশ্ববিদ্যালয়। এটি একমাত্র প্রতিষ্ঠান, যেটি নারী অধিকার ও সামাজিক বৈষম্য দূরীকরণে বিশ্বাসী। আর তাই প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ে তৃতীয় লিঙ্গের মানুষদের কাজের সুযোগ দেওয়া হয়েছে। তৃতীয় লিঙ্গের চারজন এ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের দায়িত্বে রয়েছে।

একাডেমিক পড়াশোনার পাশাপাশি সব বিষয়ে পারদর্শী হওয়ার সুযোগ রয়েছে এ ক্যাম্পাসে। এ বিদ্যাপীঠে নানা গ্রামীণ উৎসবের আয়োজন করা হয়। যেমন-পিঠা উৎসব, বৈশাখী উৎসব, ফানুস উৎসব, পূজা, প্রদীপ প্রজ্বলন, ঘুড়ি উড়ানো, আলোকচিত্র প্রদর্শনী। বছরজুড়ে থাকে এমন নানা আয়োজন। এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে শিক্ষার্থী পরিচালিত ১৮টি স্বেচ্ছাসেবী সংগঠন।

এটি একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে প্রশাসনিক সকল কার্যক্রম মাতৃভাষা বাংলায় পরিচালনা করা হয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৪টি অনুষদে ১৬টি বিভাগে শিক্ষাক্রম চলছে। প্রায় ৪ হাজার শিক্ষার্থী, ১৭৬ শিক্ষক, ৪১ কর্মকর্তা ও ৮৪ জন কর্মচারীর পদচারণায় ভরপুর ৩২ একরের ক্যাম্পাস।

২৩ বছরে পদার্পণে বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) উপাচার্য অধ্যাপক ডা. মো. দেলওয়ার হোসেন বলেন, আমাদের অনেক শিক্ষার্থীরা দেশের গুরুত্বপূর্ণ অবস্থানে কর্মরত আছে। পৃথিবীর বিভিন্ন দেশেও তাঁরা জায়গা করে নিয়েছে।

প্রত্যাশা থাকবে, আগামীতে প্রতিষ্ঠানটি আরও উন্নতির দিকে ধাবিত হবে। বিশ্ববিদ্যালয়ের ২৩তম জন্মদিনে প্রাণঢালা শুভকামনা জানাচ্ছি।

 
Electronic Paper