ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বর্ষার ফুল

আল আমিন ইসলাম নাসিম
🕐 ১২:০৩ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারেণে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। নেই মানুষের আনাগোনা। ক্যাম্পাসে এখন সুনসান নিরবতা। আর এমন সুযোগের প্রতিক্ষায় ইচ্ছে মতো বেড়ে উঠছে নানা ফুল ও ফলের গাছসহ বিভিন্ন আগাছা।

এসবের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিস্তব্ধ পরিবেশেও যেনো ফুটে ওঠেছে বর্ষার ফুল কদম। যে কদমের জোড়া নিয়ে এক সময় ক্যাম্পাসের প্যারাডাইস রোডে কিংবা মফিজ লেকে প্রিয়সীর হাতে ফুল নিয়ে বৃষ্টি ভেজা দিনে ঘুরে বেড়ানোর যে দৃশ্য দেখা যেতো তা যেনো আজ বিলীন।

দেখা যেতো এক গুচ্ছ কদম হাতে শেখপাড়া গ্রাম থেকে ক্যাম্পাসে বেশ ছোটো শিশুরা ফুল বিক্রির জন্য আসতো। আবার কেউবা পছন্দ করতো কদমের ওপরের অংশগুলো গুচ্ছিত করে ছোড়াছুড়ি।

আজ যেনো সব কিছুই সময়ের নিষ্ঠুরতা কিংবা প্রকৃতির অভিশাপে এসকল কর্মকা- থেকে বিরত আছি আমরা। এখন হয়তো ইচ্ছে মতোই বাড়ছে ক্যাম্পাসের কদম ফুল গাছ। কেউ আর ছিড়ছে না কদমের ডাল।

শুধু অনুভবে বলতে পারি, বৃষ্টিস্নাতে কীভাবে কদমের গা বেয়ে নুয়ে পড়ে বৃষ্টির পানি। সেই কদমের নুয়ে পড়া পানি যেনো বিষাদে পরিপূর্ণের স্বরূপ। হয়তো সেই গুচ্ছিত কদম এখনোও রয়েছে আবারো কারো স্পর্শের অপেক্ষায়...

 
Electronic Paper